শেষ আপডেট: 7th September 2024 11:46
দ্য ওয়াল ব্যুরো: উত্তরপ্রদেশের বাহারআইচে নেকড়ে হামলার মাঝেই এবার মধ্যপ্রদেশেও একই আতঙ্ক। খাণ্ডওয়া জেলায় একই পরিবারের পাঁচজনকে হামলা করল নেকড়ে। শুক্রবার রাতে এই পরিবারের সদস্যরা বাড়ির বাইরে একটি মাঠে শুয়ে ছিলেন। তখনই একটি নেকড়ে তাঁদের উপর ঝাঁপিয়ে পড়ে।
এখনও অবধি পাওয়া খবর অনুযায়ী জানা গেছে , এক মহিলা-সহ বাকি চার সদস্যের হাতও গুরুতর জখম করেছে নেকড়ে। সবাই হাসপাতালে ভর্তি।
ঘটনার পর পরই তৎপর হয়ে ওঠে গ্রামবাসীরা। দ্রুত নেকড়েটিকে ধরে দড়ি দিয়ে বেঁধে ঝুলিয়ে দেওয়া হয়। পরে বন দফতরে আধিকারিকরা সেখানে এসে দেখেন নেকড়েটি মারা গেছে।
কীভাবে এই ঘটনা ঘটল তা খতিয়ে দেখা হবে বলে জানিয়েছেন বন দফতর। তারা আরও জানাচ্ছে, এই এলাকাটির সামনেই একটি জঙ্গল রয়েছে। সেখানেই ঘুরে বেড়ায় বন কুকুর, নেকড়ে এবং শিয়াল।
মনে করা হচ্ছে নেকড়েটি সেখান থেকেই এসে হামলা চালিয়েছে। এখনও পর্যন্ত এ রাজ্যে নেকড়ে হামলার শিকার হয়েছেন বেশ কয়েকজন। ভয়ে গ্রাম ছেড়ে পালিয়েছেন ৩৫ জন।
উত্তরপ্রদেশের বাহারআইচে টানা নেকড়ের হামলায় গত দু'মাসে ১০ জনেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। যাদের মধ্যে বেশিরভাগই শিশু। আহত ৩৫ ছাড়িয়েছে।