শেষ আপডেট: 15th October 2024 07:48
দ্য ওয়াল ব্যুরো: কানাডা সরকারের অভিযোগের পাল্টা জবাব ভারতের। ভারতীয় হাই কমিশনারকে ফেরানোই নয়, কানাডার ছয় জন কূটনীতিককেও বহিষ্কার করল নরেন্দ্র মোদীর সরকার।
তালিকায় রয়েছেন ভারতে থাকা কানাডার কার্যনির্বাহী হাইকমিশনারও। অর্থাৎ খালিস্তানপন্থী জঙ্গি হরদীপ সিং নিজ্জরকে কানাডার মাটিতে হত্যার অভিযোগে গড়ে ওঠা নয়াদিল্লি-অটোয়া কূটনৈতিক টানাটানি সংঘাতে পৌঁছে গেল।
কানাডায় নিযুক্ত ভারতীয় হাই কমিশনারের সঙ্গে ওই খুনের সম্পর্কের অভিযোগ তুলেছিল কানাডা সরকার। তারই কড়া প্রতিক্রিয়া দিয়েছিল বিদেশমন্ত্রক। পরপরই প্রত্যাহার করা হয় হাইকমিশনার সঞ্জয়কুমার ভার্মাকে।
বিদেশ মন্ত্রক বিবৃতি দিয়ে জানিয়েছে, নিরাপত্তার কারণে সে দেশের সরকারের নিশানায় রয়েছেন এমন কূটনীতিকদের ফেরত আনা হচ্ছে।
তার কয়েক ঘণ্টা কাটতে না কাটতেই কানাডা হাইকমিশনের ছয় জন কূটনীতিককে ১৯ ডিসেম্বর বেলা ১১টা ৫৯ মিনিটের মধ্যে ভারত ছেড়ে দিতে নির্দেশ দেওয়া হয়।
রবিবার ভারতীয় হাইকমিশনার সঞ্জয়কুমারকে ‘স্বার্থ সম্পর্কিত ব্যক্তি’ বলে জানিয়েছিল কানাডা সরকার। কূটনৈতিক রক্ষাকবচ থাকায় তাঁর বিরুদ্ধে কোনও আইনি ব্যবস্থা নেওয়া যায়নি।
পরদিন, অর্থাৎ সোমবার কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর সরকারের এহেন পদক্ষেপকে ‘উদ্দেশ্যপ্রণোদিত এবং অযৌক্তিক’ বলে অভিযোগ করে বিদেশ মন্ত্রক।
বিবৃতি দিয়ে বলা হয়, বারবার অনুরোধ করা সত্বেও কানাডা সরকার নিজ্জ হত্যাকাণ্ডে ভারতের জড়িত থাকার কোনও রকম প্রমাণ পেশ করতে পারেনি।’ তারপরই সঞ্জয়কুমার ভার্মাকে ফেরত আনার কথা জানানো হয়।