Date : 8th Jul, 2025 | Call 1800 452 567 | info@thewall.in
তোলাবাজির অভিযোগে হাওড়া তৃণমূলের এক নেত্রীর স্বামীর চাকরি গেল, রাতেই নির্দেশ পুলিশ কমিশনারেটের'ঐশ্বর্যার ব্রায়ের হুকটা চেপে ধরে...' পরিচালকের কথা মতো সকলের সামনেই সেই কাজ করেন ববিউঁকি দিচ্ছে বক্ষযুগল, স্পষ্ট সবুজ ব্রাও, দিশার খোলামেলা পোশাক দেখে লোকজন বলছে, 'উফ কী সেক্সি!'দিল্লিতে পুরনো গাড়িকে আর তেল দেবে না পেট্রল পাম্প, কলকাতা কতদূর?‘মেট্রো… ইন দিনো’র সাফল্যে আপ্লুত সারা আলি খান, বললেন, 'আমি যা কিছু করি সবই...''কসবাকাণ্ডে নির্লজ্জ মিথ্যাচার করছে বিজেপি', কার্তিকের প্রসঙ্গ টেনে বড় হুঁশিয়ারি কুণালেরটলিপাড়ার অচলাবস্থায় ক্ষুব্ধ হাইকোর্ট, ৭ দিনের মধ্যে সমাধানের নির্দেশ বিচারপতিরপ্রাক্তন প্রেমিকাকে খুন, রাগের বশে ছ'মাসের শিশুকেও কোপাল যুবক! দিল্লিতে নৃশংস হত্যাকাণ্ডভারতীয় নার্সের ফাঁসি ১৬ জুলাই, শেষ চেষ্টাও ব্যর্থ হলকসবাকাণ্ড: ২২ জুলাই পর্যন্ত মনোজিৎ-সহ চার অভিযুক্তর জেল হেফাজতের নির্দেশ
Jammu Kashmir Pahalgam Terror Attack

Pahalgam: কাশ্মীরে হামলার পর পাঁচটি বড় পদক্ষেপ মোদী সরকারের, কোণঠাসা পাকিস্তান

পহেলগামের হামলার ঘটনার সঙ্গে তাঁদের যোগ নেই, এই দাবি করেছে পাকিস্তান। কিন্তু পাক মদতপুষ্ট জঙ্গিগোষ্ঠী লস্কর-ই-তইবার ছায়া সংগঠন এই হামলার পিছনে রয়েছে বলে ইতিমধ্যে স্বীকার করেছে।

Pahalgam: কাশ্মীরে হামলার পর পাঁচটি বড় পদক্ষেপ মোদী সরকারের, কোণঠাসা পাকিস্তান

ফাইল ছবি

শেষ আপডেট: 23 April 2025 17:28

দ্য ওয়াল ব্যুরো: জম্মু-কাশ্মীরের পহেলগামের জঙ্গি হামলার ঘটনার (Jammu Kashmir Pahalgam Terror Attack) প্রেক্ষিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) মঙ্গলবারই হুঁশিয়ারি দিয়েছিলেন যে, কাউকে রেয়াত করা হবে না। বুধবার দেশে পৌঁছে কয়েক দফা বৈঠকও করেছেন তিনি। আর তারপর সন্ধেতে জানা গেছে, মূল কী কী পদক্ষেপ করেছে ভারত সরকার। বিদেশ মন্ত্রক যে তথ্য দিয়েছে তাতে কার্যত কোণঠাসা হয়েছে পাকিস্তান। 

পহেলগামের হামলার ঘটনার সঙ্গে তাঁদের যোগ নেই, এই দাবি করেছে পাকিস্তান। কিন্তু পাক মদতপুষ্ট জঙ্গিগোষ্ঠী লস্কর-ই-তইবার ছায়া সংগঠন এই হামলার পিছনে রয়েছে বলে ইতিমধ্যে স্বীকার করেছে। গোটা কর্মকাণ্ডের পিছনে পাক সেনা ও পাক গুপ্তচর সংস্থা আইএসআই রয়েছে বলেও দাবি। সেই পরিপ্রেক্ষিতেই জঙ্গি হামলার ঘটনার ২৪ ঘণ্টার মধ্যে পাঁচ বড় পদক্ষেপ করেছে মোদী সরকার। 

কী ঘোষণা করা হয়েছে কেন্দ্রের তরফে 

সিন্ধু জলচুক্তি স্থগিত - পাকিস্তানের বিরুদ্ধে যে বড় পদক্ষেপ নেওয়া হয়েছে তার মধ্যে এটাই সবথেকে বড়। পাকিস্তানের ঝিলম, চেনাব, রবি, বিয়াস এবং সাতলুজ নদীগুলি সিন্ধু নদের জলের ওপর নির্ভর করে। এই নদীগুলি থেকেই পাকিস্তানের বিস্তীর্ণ অঞ্চলে জল পৌঁছয়। তাই সিন্ধু জলচুক্তি স্থগিত করে দেওয়ার মানে আদতে পড়শি দেশকে 'ভাতে মারা'। জল সমস্যায় ভুগতে শুরু করবে পাকিস্তান। 

আটারি-ওয়াঘা চেকপোস্ট বন্ধ - অনির্দিষ্টকালের জন্য সীমান্ত বন্ধ করে দিয়েছে ভারত। সম্প্রতি যারা এই সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করেছেন, তাঁদের ফেরার জন্য ১ মে পর্যন্ত সময় দিয়েছে সরকার। 

ভিসা বাতিল - পাকিস্তানিদের দেশ ছেড়ে চলে যাওয়ার জন্য ৪৮ ঘণ্টা সময় বেঁধে দিয়েছে কেন্দ্রীয় সরকার। ইতিমধ্যে বাতিল করা হয়েছে সমস্ত 'সার্ক' ভিসা।  

পাক প্রতিরক্ষা আধিকারিকদের ফিরে যাওয়ার নির্দেশ - নয়াদিল্লিতে পাকিস্তানি হাইকমিশনের আধিকারিকদেরও এক সপ্তাহের মধ্যে দেশ ছাড়তে বলা হয়েছে। ইসলামবাদের ভারতীয় হাইকমিশন থেকে প্রতিরক্ষা সংক্রান্ত আধিকারিকদের দেশে ফেরার নির্দেশও দিয়েছে নয়াদিল্লি। এও স্পষ্ট করা হয়েছে, পাক নাগরিকদের আপাতত আর ভিসা দেওয়া হবে না।

হাইকমিশনে আধিকারিকের সংখ্যা কমানো - ভারতীয় দূতাবাসের সদস্য সংখ্যা ৫৫ থেকে কমিয়ে ৩০ করা হচ্ছে। ১ মে ২০২৫ থেকে এই সিদ্ধান্ত কার্যকর করা হবে। ইসলামাবাদে উপস্থিত ভারতীয় দূতাবাস থেকে প্রতিরক্ষা উপদেষ্টা, নৌ উপদেষ্টা এবং বায়ু উপদেষ্টাকে ফিরিয়ে নিচ্ছে ভারত।

বুধবার সন্ধেয় প্রায় আড়াই ঘণ্টার বৈঠক হয় প্রধানমন্ত্রীর বাসভবনে। সূত্রের খবর, পহেলগামের ঘটনার দ্রুত জবাব দেওয়ার বার্তা দেন মোদী। এই বৈঠকের পরই বিদেশ মন্ত্রকের তরফে কার্যত 'জবাব' দেওয়া হয়েছে পাকিস্তানকে।


ভিডিও স্টোরি