এই বিশেষ উদ্ধার অভিযানে, প্রথমে স্থলপথে, তার পরে বিমানে করে ইসরায়েল থেকে ভারতীয় নাগরিকদের (Indian) নিরাপদে ফিরিয়ে আনা হবে।
যুদ্ধ বিধ্বস্ত ইজরায়েল
শেষ আপডেট: 19 June 2025 16:17
দ্য ওয়াল ব্যুরো: ইরানের পর ইজরায়েল (Israel) থেকেও ভারতীয়দের ফেরাতে তৎপর নয়াদিল্লি (New Delhi)। ইরান ও ইসরায়েল যুদ্ধ আবহে ‘অপারেশন সিন্ধু’ (Operation Sindhu) শুরু করল ভারত। এই বিশেষ উদ্ধার অভিযানে, প্রথমে স্থলপথে, তার পরে বিমানে করে ইসরায়েল থেকে ভারতীয় নাগরিকদের (Indian) নিরাপদে ফিরিয়ে আনা হবে।
বৃহস্পতিবার এক সরকারি বিবৃতিতে জানানো হয়েছে, ইসরায়েল থেকে ভারতীয় নাগরিকদের ফিরিয়ে আনতে সক্রিয় হচ্ছে ভারতীয় দূতাবাস। যুদ্ধ পরিস্থিতিতে যাঁরা এখনও ইসরায়েলে রয়েছেন, তাঁদের যত দ্রুত সম্ভব রেজিস্ট্রেশন করতে বলা হয়েছে দূতাবাসের ওয়েবসাইট https://www.indembassyisrael.gov.in/indian_national_reg তে। সঙ্গে জরুরি হেল্পলাইন নম্বর +972 54-7520711 এবং ইমেল আইডি cons1.telaviv@mea.gov.in দেওয়া হয়েছে।
দূতাবাস আবারও সকল ভারতীয় নাগরিককে সতর্ক করে দিয়েছে, যেন তাঁরা ইসরায়েলের সরকারি নির্দেশিকা ও হোম ফ্রন্ট কমান্ডের সুরক্ষা পরামর্শ কঠোরভাবে মেনে চলেন। ভিড়ভাট্টা, খোলা জায়গা এড়িয়ে চলারও নির্দেশ দেওয়া হয়েছে।
অন্যদিকে, ইরানে আটকে থাকা প্রথম দলটি, যেখানে সকলেই ছাত্র—বুধবার রাতে দিল্লিতে পৌঁছেছে। তাঁদের নিরাপদে ফেরানো হয়েছে ভারত সরকারের উদ্যোগে।
এসবের মধ্যেই যুদ্ধের আগুন ছড়িয়ে পড়ছে দুই দেশের মধ্যে। বুধবার রাতে ইসরায়েলি বিমানবাহিনী ইরানের ভিতরে একাধিক গুরুত্বপূর্ণ জায়গায় ভয়াবহ হামলা চালিয়েছে। লক্ষ্য ছিল পরমাণু কেন্দ্র, ক্ষেপণাস্ত্র নির্মাণ ইউনিট, এবং বিমান প্রতিরক্ষা ব্যবস্থা।
হামলা হয়েছে তেহরান, ইসফাহান, শিরাজ ও কেরমানশাহে। ইসরায়েলি সেনার দাবি, তাঁরা ধ্বংস করেছে আরাক হেভি ওয়াটার রিয়্যাক্টর এবং নাতাঞ্জের কাছাকাছি একটি পারমাণবিক অস্ত্র উন্নয়ন কেন্দ্র। এই পরিস্থিতিতে, ভারত সরকার স্পষ্ট জানিয়েছে—নাগরিকদের প্রাণ রক্ষা এখন সর্বোচ্চ অগ্রাধিকার।