শেষ আপডেট: 11th June 2024 14:18
দ্য ওয়াল ব্যুরো: জম্মু-কাশ্মীরে তীর্থযাত্রীদের বাসে জঙ্গি হামলার তীব্র নিন্দা করলেন বলি-অভিনেত্রী আলিয়া ভাট। ইনস্টাগ্রামে আলিয়া লিখেছেন, এই ঘটনায় তাঁর মন ভেঙে গিয়েছে। মৃত এবং তাঁদের পরিবারবর্গের প্রতি আমার হৃদয় থেকে সহানুভূতি জানাচ্ছি। নিরীহ মানুষের উপর হিংসা আমাদের সকলকে নাড়িয়ে দেয়। প্রসঙ্গত, গোটা দেশের সঙ্গে বলিউড থেকেও এই ঘৃণ্য আক্রমণের তীব্র নিন্দা গর্জে উঠেছে। এর আগে প্রিয়াঙ্কা চোপড়াও কঠোর ভাষায় জঙ্গি হামলার নিন্দায় মুখর হয়েছিলেন।
তদন্ত সূত্রে জানা গিয়েছে, হামলাকারী ৩ জন পাকিস্তানি জঙ্গি ছিল। তারা মার্কিন এম৪ রাইফেল থেকে গুলিবৃষ্টি করেছে। এই অঞ্চলে তিনটি জঙ্গি সংগঠন সক্রিয় আছে এবং এই ঘটনার দায় স্বীকার করেছে লস্করের মদতপুষ্ট টিআরএফ নামে সংগঠন। আমেরিকার তৈরি এম৪ কার্বাইন গোটা বিশ্বের প্রায় সব দেশের সেনাবাহিনী ব্যবহার করে। শুধু তাই নয়, গোয়েন্দা সূত্রের খবর, পাকিস্তানি স্পেশাল ফোর্স এবং সিন্ধুপ্রদেশ পুলিশের স্পেশাল সিকিউরিটি ইউনিট এই রাইফেল ব্যবহার করে।
এদিকে, জম্মু-কাশ্মীরের রিয়াসি এলাকায় জঙ্গিদের খোঁজে মঙ্গলবারও তল্লাশি জারি রয়েছে। তদন্তকারী আধিকারিকদের সূত্রে জানা গিয়েছে, এই দলটিই গত ৪ মে পুঞ্চে ভারতীয় বিমানবাহিনীর কনভয়ে হামলায় জড়িত বলে সন্দেহ। ওই ঘটনায় একজন কর্পোরেল নিহত ও পাঁচজন জখম হয়েছিলেন। এক অফিসার বলেন, হামলার ধরন প্রায় একইরকম। তবে রবিবার বিকেলের ওই ঘটনার পর তিনদিন কেটে গেলেও এখনও জঙ্গিদের সুলুক সন্ধান মেলেনি।
এর সাফাই হিসেবে এক আধিকারিক বলেন, এলাকাটি ঘন জঙ্গলে ভরা। এর একদিকে রাজৌরি, অন্যদিকে রামবন হয়ে উপত্যকায় চলে যাওয়া যায়। ২ থেকে ৩ জন সুপ্রশিক্ষিত জঙ্গিদের ধরতে সব ধরনের চেষ্টা চলছে।