শেষ আপডেট: 16th October 2024 08:20
দ্য ওয়াল ব্যুরো: এনসিপি নেতা বাবা সিদ্দিকিকে হত্যার ঘটনায় ইতিমধ্যে চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের সঙ্গে গ্যাংস্টার লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের যোগ রয়েছে বলে জানতে পেরেছেন তদন্তকারীরা। এবার আরও এক চাঞ্চল্যকর তথ্য উঠে এল। মুম্বই পুলিশের দাবি, বাবা সিদ্দিকিকে খুনের আগে ইউটিউব ভিডিও দেখেছিল আততায়ীরা। সেখান থেকেই গুলি চালানোর প্রশিক্ষণ নেয় তারা।
বাবা সিদ্দিকিকে লক্ষ্য করে বান্দ্রার রাস্তায় গুলি চালানো হয়। পর পর তিন রাউন্ড গুলি ছোড়ে দুষ্কৃতীরা। মুম্বই পুলিশের তদন্তে উঠে এসেছে, যারা গুলি চালিয়েছে তারা অনেক আগে থেকে গুলি চালানো প্র্যাকটিস করেছে। কারণ কেউই এর আগে বন্দুক হাতেই ধরেনি। ইউটিউব ভিডিও দেখে ম্যাগাজিন ছাড়া তারা বন্দুক ধরা, গুলি চালানো শিখেছে। ইতিমধ্যে পুলিশ কালো ব্যাগ উদ্ধার করেছে যার মধ্যে একটি ৭.৬২ এমএম পিস্তল ছিল।
পুলিশি তদন্তে এও উঠে এসেছে, দুষ্কৃতীদের কাছে বাবা সিদ্দিকির একাধিক ছবি ছিল। এমনকী ঘটনার ২৫ দিন আগে থেকে তারা তাঁর অফিস এবং বাড়ির আশপাশ 'রেইকি' করেছে। আততায়ীদের জেরা করে পুলিশ এও জেনেছে, বাবা সিদ্দিকি ও তার ছেলে জিশান দু'জনকেই খুন করার সুপারি দেওয়া হয়েছিল তাদের। বলা হয়েছিল, যদি অফিস থেকে দু'জন বেরোয় তাহলে দু'জনের ওপরই গুলি চালাতে। কিন্তু যদি তা না হয়, তাহলে যাকে প্রথমে পাবে তাকে মেরে দিতে।
এদিকে এনআইএ-র এক রিপোর্ট বলছে, বাবা সিদ্দিকি ছাড়াও বিষ্ণোই গ্যাংয়ের হিট লিস্টে রয়েছে আরও একাধিক নাম। যার মধ্যে বলিউড অভিনেতা সলমন খানই ছিল লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের প্রধান টার্গেট। এছাড়াও তাদের হিটলিস্টে রয়েছে গায়ক সিধু মুসেওয়ালার ম্যানেজার শগনপ্রীত সিং। গ্যাংস্টার কৌশল চৌধুরী।