Date : 15th Jul, 2025 | Call 1800 452 567 | info@thewall.in
ভারতে 'এন্ট্রি' নিল টেসলা, মুম্বইয়ে প্রথম শোরুম খুলল ইলন মাস্কের কোম্পানিক্যালিফোর্নিয়ার রাস্তায় 'মানুষের চামড়ার' টেডি বিয়ার! তদন্তে যা জানা গেলইউনুসের ১০ মাসে ৩৫৫৪ খুন, ৪১০৫ ধর্ষণ, বলছে বাংলাদেশ পুলিশ, উল্টো সুর প্রধান উপদেষ্টারবাংলাদেশের জলসীমায় ঢুকে পড়ার অভিযোগ, আটক কাকদ্বীপের ৩৪ জন মৎস্যজীবী, বাজেয়াপ্ত দু'টি ট্রলারগালওয়ান সংঘর্ষের পর প্রথমবার চিনের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে ভারতের বিদেশমন্ত্রী জয়শঙ্কর৭২ ঘণ্টায় পাঁচজন গ্রেফতার, ভাঙড়ে তৃণমূল নেতা খুনের ষড়যন্ত্রকারীকে হাসনাবাদ থেকে ধরল পুলিশআবারও আকাশ কালো, রাজ্যজুড়ে বৃষ্টির দাপট! দক্ষিণবঙ্গের ছয় জেলায় সতর্কতা, জল ছাড়ছে ডিভিসিভোটার তালিকা সংশোধন ঘিরে চিন্তায় বিহার বিজেপিও, নাম বাদ গেছে বহু দলীয় সমর্থকেরএয়ার ইন্ডিয়া বিমান দুর্ঘটনার আগে জ্বালানি সুইচ নিয়ে সতর্ক করেছিল ব্রিটেনের নিয়ন্ত্রক সংস্থাবাক্ স্বাধীনতা সীমাহীন নয়, কলকাতা পুলিশের বিরুদ্ধে মামলায় কেন বলল সুপ্রিম কোর্ট
uttarakhand Uniform Civil Code

লিভ-ইন সম্পর্কে থাকলে সরকারকে জানান, নইলে ৬ মাসের জেল: উত্তরাখণ্ড সরকার

উত্তরাখণ্ডের আইনে কড়া ভাষায় জানানো হয়েছে, ২১ বছরের কম বয়সি তরুণ-তরুণীরা চাইলেই লিভ ইন সম্পর্কে যেতে পারবেন না, যদি না তাঁদের বাবা-মায়ের সম্মতি থাকে।

লিভ-ইন সম্পর্কে থাকলে সরকারকে জানান, নইলে ৬ মাসের জেল: উত্তরাখণ্ড সরকার

শেষ আপডেট: 6 February 2024 08:54

দ্য ওয়াল ব্যুরো: লিভ ইন সম্পর্কে থাকলে কিংবা পরিকল্পনা করলে জানাতে হবে সরকারকে। নিজেদের সম্পর্কের বিষয় সরকারের খাতায় নথিভুক্ত করতে হবে। উত্তরাখণ্ডে অভিন্ন দেওয়ানি বিধি বা ইউনিফর্ম সিভিল কোডে এমনই আইন আনা হয়েছে। আর সেই নিয়ম না মানলে ছ’মাস পর্যন্ত জেল হতে পারে। একইসঙ্গে যুগলকে ২৫ হাজার টাকা জরিমানা দিতে হবে। 

এখানেই শেষ নয়, উত্তরাখণ্ডের আইনে কড়া ভাষায় জানানো হয়েছে, ২১ বছরের কম বয়সি তরুণ-তরুণীরা চাইলেই লিভ ইন সম্পর্কে যেতে পারবেন না, যদি না তাঁদের বাবা-মায়ের সম্মতি থাকে। একইসঙ্গে যুগল উত্তরাখণ্ডের বাসিন্দা কিনা সেবিষয়ে রেজিস্ট্রারের কাছে বিবৃতি জমা দিতে হবে। 

উত্তরাখণ্ডের প্রস্তাবিত অভিন্ন দেওয়ানি বিধি অনুযায়ী, যদি সরকারকে না জানিয়েই কোনও যুগল এক মাসের বেশি সময় ধরে লিভ ইন সম্পর্কে থাকেন তাহলে তাঁদের ভাগ্যে জুটবে শাস্তি। সেক্ষেত্রে তিন মাসের জেল কিংবা ১০ হাজার টাকা জরিমানার আইন এনেছে উত্তরাখণ্ড। 

উত্তর ভারতের দেবভূমিতে লিভ ইন সম্পর্কের যুগলরা তথ্য লুকিয়েও পার পাবেন না। কারণ প্রস্তাবিত আইনে বলা হয়েছে, যদি যুগলরা তথ্য গোপন করেন কিংবা সরকারকে ভুল বিবৃতি জমা দেন তাহলে তাঁদের তিন মাস পর্যন্ত কারাদণ্ড হতে পারে। সেক্ষেত্রে ২৫০০০ হাজার টাকা জরিমানা দিতে হবে। 

উত্তরাখণ্ডের সংশ্লিষ্ট আইন আনুযায়ী, লিভ ইন রিলেশনে থাকা কোনও মহিলা খোরপোষের জন্য দাবি জানাতে পারবেন। যুগলদের সমস্ত বিবৃতি স্থানীয় থানায় পাঠানো হবে। বিবৃতিটি ভুল প্রমাণিত হলে থানা কর্তৃপক্ষকে বিষয়টি জানাবে। 

মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) উত্তরাখণ্ড বিধানসভায় পেশ করা হল অভিন্ন দেওয়ানি বিধি বিল। এই বিল পেশের জন্যই উত্তরাখণ্ড বিধানসভার এক বিশেষ অধিবেশন ডাকা হয়েছে। বিশেষ অধিবেশনের দ্বিতীয় দিনে বিজেপি বিধায়কদের ‘জয় শ্রী রাম’ স্লোগানের মধ্যে বিলটি পেশ করেন মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি।


ভিডিও স্টোরি