শেষ আপডেট: 6th January 2025 11:46
দ্য ওয়াল ব্যুরো: পথ দুর্ঘটনায় মারা গিয়েছেন যুবক। রাস্তায় বসে সাহায্যের জন্য কাঁদছেন পরিবারের লোকজন। আশেপাশের পথচলতি লোকজন সাহায্য করতে এগিয়ে এলেও এলাকার এক্তিয়ার নিয়ে পুলিশের মধ্যেই লেগে যায় ঝামেলা। উত্তর প্রদেশ পুলিশ ও মধ্য প্রদেশ পুলিশের বাদানুবাদে পড়ে চার ঘণ্টারও বেশি সময় যুবকের মৃতদেহ রাস্তায় পড়ে থাকে বলে অভিযোগ।
জানা গেছে, ২৭ বছর বয়সি যুবকের নাম রাহুল আহিরওয়ার। দিল্লিতে শ্রমিকের কাজে যোগ দিতে যাওয়ার জন্য বাড়ি থেকে বেরোন তিনি। কিন্তু রাস্তা পেরোতে গিয়ে ঘটে যায় দুর্ঘটনা। গাড়ি চাপা দেয় তাঁকে। দুর্ঘটনার পর স্থানীয়রা ঘটনাস্থলে পৌঁছে মধ্যপ্রদেশের হরপালপুর থানায় খবর দিলে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ জানিউয়ে দেয় এই এলাকা উত্তর প্রদেশের মহবকান্ত থানার আওতাধীন। তাই কোনওভাবেই তারা অভিযোগ নিতে পারবেন না।
অভিযোগ, যুবককে আহত অবস্থায় রাস্তায় ফেলেই চলে যায় পুলিশ। এরপর উত্তর প্রদেশের মহবকান্ত থানায় অভিযোগ জানালে তারাও জানায় ওই এলাকা কখনওই তাদের নয়। ওটা মধ্যপ্রদেশ পুলিশের কাজ। এরপর স্থানীয়রা পথ অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করলে মধ্যপ্রদেশ পুলিশ মৃতদেহ ময়নাতদন্তে পাঠায়। চার ঘণ্টা পর স্বাভাবিক হয় যান চলাচল।
রাহুলের ভাই জানান, ‘আমার দাদাকে গাড়ি চাপা দিয়ে মেরেছে। এই এলাকা মধ্যপ্রদেশ পুলিশের আওতায় পড়লেও রাস্তায় ঘণ্টার পর ঘণ্টা কেন মৃতদেহ পড়ে রইল? কেন আমাদের অভিযোগ নেওয়া হল না? এর উত্তর পুলিশকে দিতে হবে। আমাদের ঘাতক গাড়ির খোঁজ চাই। দ্রুত মামলার তদন্ত করে অপরাধীদের খুঁজে বের করতে হবে।’
পরিবার সূত্রে খবর, সম্প্রতি বিয়ে করেছিলেন রাহুল। তিনি শ্রমিকের কাজ করতেন দিল্লিতে। সে কারণেই রবিবার বিকেলের পর বাড়ি থেকে বেরোন তিনি। কিন্তু ৭টা নাগাদ পথ দুর্ঘটনায় মৃত্যু হয় তাঁর। রাত ১১টার পর তাঁর দেহ ময়নাতদন্তে পাঠানো হয় বলে জানা গেছে।