Date : 17th Jul, 2025 | Call 1800 452 567 | info@thewall.in
কয়েকমাসের ব্যবধানে আবার ডোমজুরের একটি কারখানায় আগুন লাগল, ঘটনাস্থলে দমকলের দু'টি ইঞ্জিনশক্তির স্বার্থেই রাশিয়ার পাশে ভারত, ন্যাটো প্রধানের হুঁশিয়ারিকে পাত্তাই দিল না নয়াদিল্লিভারত-ব্রিটেন মুক্ত বাণিজ্য চুক্তি সই হতে পারে সামনের সপ্তাহেই! কম দামে মিলবে হুইস্কি, ওয়াইননিকোপার্কে যুবকের মৃত্যু: পরিবারের অভিযোগ গাফিলতির, ময়নাতদন্তে হৃদরোগে মৃত্যুর ইঙ্গিতকল্যাণী স্টেডিয়ামেই হবে ডার্বি, তবে পিছল দিনমিলিয়ে মিশিয়ে হাজারের উপর নামকরণ করে ফেলেছেন মমতা, এখনও তালিকা অফুরন্ত, জানালেন নিজেইগোপালগঞ্জ: পুলিশ রিপোর্টে আ-লিগ কর্মীদের মৃত্যুর কারণ লেখা নেই, সেনাকে আড়াল করাই লক্ষ্য?আইআইটি সমাবর্তনে 'কালা চশমা' মুহূর্ত, 'কুল' ছাত্র-প্রফেসরের রসায়ন ভাইরালউত্তরবঙ্গ মেডিক্যাল কলেজের করিডোরে ভবঘুরের দেহ খুবলে খেল কুকুরমুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরেই হবে এবারের ডুরান্ডের উদ্বোধন
Abhishek Banerjee- Uddhav Thackeray

ইন্ডিয়ার ঐক্য শক্তিশালী করতে এবার মুম্বইয়ে উদ্ধব ঠাকরের সঙ্গে বৈঠকে অভিষেক

দিল্লি যাওয়া ইস্তক বৈঠকের পর বৈঠকে ব্যস্ত তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। 

ইন্ডিয়ার ঐক্য শক্তিশালী করতে এবার মুম্বইয়ে উদ্ধব ঠাকরের সঙ্গে বৈঠকে অভিষেক

অভিষেক বন্দ্যোপাধ্যায় ও উদ্ধব ঠাকরে।

শেষ আপডেট: 6 June 2024 12:56

দ্য ওয়াল ব্যুরো: দিল্লি যাওয়া ইস্তক বৈঠকের পর বৈঠকে ব্যস্ত তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবার মুম্বইয়ে শিবসেনা নেতা উদ্ধব ঠাকরের সঙ্গে বৃহস্পতিবার সন্ধেয় বৈঠকে বসতে চলেছেন অভিষেক।

এর আগে সকালে সমাজবাদী পার্টি (এসপি)-র নেতা অখিলেশ সিং যাদবের বাড়িতে বৈঠক করেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। তারপরই দুপুরে দিল্লিতে অভিষেকের ঠিকানায় পোঁছন আম আদমি পার্টি (আপ)-র দুই শীর্ষনেতা সঞ্জয় সিংহ এবং রাঘব চড্ডা। এবার উদ্ধবের সঙ্গে অভিষেকের বৈঠক। যা থেকে স্পষ্ট, রাজধানীতে ইন্ডিয়া জোটের ঐক্যকে শক্তিশালী করে তুলতে বিশেষভাবে তৎপর তৃণমূল। 


জানা যাচ্ছে, এদিন সন্ধেয় মাতোশ্রীতে দুই নেতা বৈঠকে বসবেন। 


মঙ্গলবার দেশের সামগ্রিক ফলাফলের ছবিটা স্পষ্ট হয়ে যেতেই অভিষেককে পাশে নিয়ে সাংবাদিক বৈঠক করেছিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জানিয়েছিলেন, ইন্ডিয়া জোটের বুধবারের বৈঠকে যোগ দেবেন অভিষেক। এও জানিয়েছিলেন, ইন্ডিয়া জোটের নেতৃত্বে সংসদে এবার শক্তিশালী বিরোধী ঐক্য তৈরি হবে।

বুধবার দুপুরে দিল্লি রওনা দেওয়ার আগে অভিষেকও জানান, গতবারে মোদী সরকার ১০০ দিনের কাজ-সহ বিভিন্ন প্রকল্পে গরিব মানুষের বকেয়া টাকা আটকে রেখেছিল। শক্তিশালী বিরোধী ঐক্য গড়ে আগামী দিনে মানুষের দাবি ছিনিয়ে নেওয়া হবে।

বুধবার রাতে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়্গের বাসভবনে ‘ইন্ডিয়া’র বৈঠকে শরিক অন্যান্য নেতাদের সঙ্গে উপস্থিত ছিলেন অভিষেকও। তবে সময় নষ্ট না করে বৃহস্পতিবার সকাল থেকে তিনি যেভাবে ইন্ডিয়ার শরিকদলের নেতাদের সঙ্গে আলাদা আলাদা করে বৈঠকে বসেছেন, তা যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। যদিও এই বৈঠককে সৌজন্য সাক্ষাত হিসেবেই জানিয়েছেন অভিষেক নিজে।

এবারে কংগ্রেস এককভাবে ৯৯টি আসন পেয়েছে। ইন্ডিয়া জোটের তৃতীয় প্রধান শক্তি তৃণমূল। কারও কারও মতে, বড় দাদা হিসেবে কংগ্রেস যাতে ছড়ি না ঘোরাতে না পারে শুরু থেকেই সেই প্রস্তুতিও সেরে রাখছে তৃণমূল। 


ভিডিও স্টোরি