তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক বলেন, পহলগামে জঙ্গি হানার ৫৫ দিন কাটল।
অভিষেক বন্দ্যোপাধ্যায়। ফাইল ছবি।
শেষ আপডেট: 16 June 2025 05:17
দ্য ওয়াল ব্যুরো: পহলগামে জঙ্গি হানা পরবর্তী ভারতের প্রত্যাঘাত অপারেশন সিঁদুর ও পাকিস্তানের রাষ্ট্রীয় মদতে জঙ্গি কার্যকলাপের নিন্দায় দেশের আন্তর্জাতিক দৌত্যের প্রতিনিধিদলে ছিলেন ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। কিন্তু, সেই তিনিই সোমবার সকালে জোরাল ভাষায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকারের সমালোচনায় সরব হলেন। সংসদের বর্ষাকালীন অধিবেশন শুরু হচ্ছে আগামী ২১ জুলাই থেকে। চলবে ১২ অগস্ট পর্যন্ত। তার মাসখানেক আগেই সরকারকে পহলগাম নিয়ে আগুন ঝরার বার্তা দিয়ে রাখলেন তৃণমূল নেতা।
এদিন এক এক্সবার্তায় বিদেশের মাটিতে পাকিস্তানের কঠোর সমালোচনা করা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক বলেন, পহলগামে জঙ্গি হানার ৫৫ দিন কাটল। অভিষেক খেদপ্রকাশ করে বলেছেন, এটা যে কোনও গণতন্ত্রের পক্ষে খুবই উদ্বেগের যে, না প্রথম সারির সংবাদমাধ্যমগুলি, না বিরোধী দলের সদস্য, না বিচারবিভাগ- ভারত সরকারের সামনে এই পাঁচটি জটিল প্রশ্ন তুলে ধরল। দেশের একজন হিতাকাঙ্ক্ষী নাগরিক এবং একজন জনপ্রতিনিধি হিসেবে দায়বদ্ধতার কারণে আমি ভারত সরকারের সামনে পাঁচটি প্রশ্ন তুলে ধরতে চাই।
সীমান্ত সুরক্ষা লঙ্ঘন ও নিরীহের মৃত্যু
১। ভারত সরকার জবাব দিক, কীভাবে জঙ্গিরা সীমান্ত পেরিয়ে দেশে অনুপ্রবেশ করল এবং এমন এক হানাদারি চালাল, যাতে ২৬ জন সাধারণ মানুষ মৃত্যুর কোলে ঢলে পড়লেন? জাতীয় নিরাপত্তার বিশ্বাসযোগ্যতা কোথায় টিকে রইল?
গোয়েন্দা ব্যর্থতা এবূং আইবি প্রধানের কার্যকালের মেয়াদ বৃদ্ধি
২। যদি জঙ্গি অনুপ্রবেশের ঘটনা গোয়েন্দা ব্যর্থতা হয়, তাহলে কীভাবে আইবি-র প্রধানের একবছরের মেয়াদ বৃদ্ধি করা হয়। যা ঘটেছে জঙ্গি হানার বড়জোর একমাসের মধ্যে। যাঁর ঘাড়ে এর দায়িত্ব বর্তায় তাঁকে কী করে বিশ্বাসযোগ্য মনে করা হল? এর পিছনে কী কারণ রয়েছে?
সরকার যদি পেগাসাসকে বিরোধী দলনেতাদের, যাঁদের মধ্যে আমিও পড়ি, তাঁদের বিরুদ্ধে, সাংবাদিকদের বিরুদ্ধে এমনকী বিচারপতিদের ব্যবহার করতে পারে, তাহলে জঙ্গি কার্যকলাপ দমনে এবং তাদের সন্দেহভাজনদের উপর এটা প্রয়োগে বাধা কোথায় ছিল?
জঙ্গিদের অবস্থান কী এবং কোথায়
৩। কোথায় সেই চার জঙ্গি? যারা ধর্মের বিরুদ্ধে গণহত্যা চালিয়েছে, তারা এখন কোথায় রয়েছে? তারা বেঁচে রয়েছে নাকি মারা গিয়েছে? যদি তাদের নিকেশ করা হয়ে গিয়ে থাকে, তাহলে সরকার কেন তা ঘোষণা করছে না? আর যদি তারা বেঁচে থাকে, তাহলে সরকার তাদের বিষয়ে নীরব রয়েছে কেন?
পাক অধিকৃত কাশ্মীর ও সংঘর্ষ বিরতির প্রতিশ্রুতি
৪। ভারত কবে পাক অধিকৃত জম্মু-কাশ্মীর ফেরত চাইবে? ভারত সরকার কেন আমেরিকার প্রেসিডেন্টের দাবির সরকারিভাবে জবাব দিচ্ছে না? কেন ১৪০ কোটি ভারতবাসীর আবেগের মর্যাদা দেওয়া হচ্ছে না? আপস-সমঝোতার নেপথ্যে কী কারণ রয়েছে?
আন্তর্জাতিক কূটনীতি এবং ভন্ডামি
৫। পহলগাম পরবর্তী পরিস্থিতি নিয়ে ৩৩টি দেশে গত একমাস ধরে প্রচারের ফল কী হয়েছে? আমরা যদি সত্যিই বিশ্বগুরু হয়ে থাকি এবং বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতি হয়ে থাকি, তাহলে কেন বিশ্বব্যাঙ্ক ও আন্তর্জাতিক অর্থ ভাণ্ডার রাশি রাশি ডলার সাহায্য, অনুদান, ঋণ মকুব করল পাকিস্তানকে? এবং তাও পহলগাম হামলার মতো ঘটনার পরেও! একটি দেশ সীমান্ত পেরিয়ে জঙ্গিপনা চালিয়ে যাওয়ার পরেও কীভাবে আন্তর্জাতিক নজর এড়িয়ে যেতে পারে এবং ইনাম জুটিয়ে আনতে পারে?
অভিষেক লিখেছেন, আরও দুর্ভাগ্যজনক যে, একমাস পরেই রাষ্ট্রসঙ্ঘের নিরাপত্তা পরিষদের সন্ত্রাসবাদ বিরোধী কমিটির ভাইস চেয়ারপার্সনের পদটিও কী করে পাকিস্তান পেতে পারে? সর্বশেষে অভিষেক আরও বড় জবাব চেয়েছেন সরকারের কাছে। তা হল গত ১০ বছরে সরকার বিদেশ সম্পর্কিত বিষয়ে ২ লক্ষ কোটি টাকার বেশি খরচ করেছে। সুতরাং, ভারতবাসী আশা করে স্বচ্ছতা, বিশ্বাসযোগ্যতা এবং ফলাফল। মুখে কুলুপ এঁটে থাকা নয় কিংবা মোচড় মারা নয়। দেশ আপনাদের জবাবের অপেক্ষায় রয়েছে, লিখেছেন অভিষেক।