Date : 16th Jun, 2025 | Call 1800 452 567 | info@thewall.in
ইজরায়েলের ছায়াযুদ্ধ: কীভাবে কাজ করে তাদের গোয়েন্দা সাম্রাজ্যপ্রেমে নাকি ভাঙন! মুম্বইয়ের রাস্তায় কার হাতের ছবি দিয়ে ভালবাসার উদযাপন দেবের? Digha Jagannath Temple: মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির পরই দিঘার হোটেল নিয়ে পুলিশের বড় পদক্ষেপউজ্জ্বল, দাগমুক্ত ত্বকের গোপন রহস্য বিটরুটের আইস কিউব! ভাইরাল এই দাবি কি সত্যি?মিঠুনের প্রথম স্ত্রীও ছিলেন অভিনেত্রী, চার মাসের বিয়ে থেকে পেয়েছিলেন চার দশকের যন্ত্রণাবাড়িতে একা থাকলেই ‘রবীন্দ্রনাথ’ হয়ে যেতাম: প্রিয়াংশু পুজোর থিম অপারেশন সিঁদুরবাংলার দুয়ারে ঘূর্ণাবর্ত! বড় আপডেট শোনাল আলিপুররাজাকে খুনের ষড়যন্ত্রে জড়িত সোনমের বাবা-মা ও দাদা! নারকো টেস্টের দাবি রঘুবংশী পরিবারের দুমাস পরে ইলিশের সন্ধানের ফের সমুদ্রে পাড়ি দিচ্ছেন মৎস্যজীবীরা

টেস্ট পরীক্ষায় অভিষেক, নিজেকে নিঃশব্দে সরিয়ে নিয়ে কালীঘাটে বসে দেখছেন মমতা

টেস্ট পরীক্ষায় অভিষেক, নিজেকে নিঃশব্দে সরিয়ে নিয়ে কালীঘাটে বসে দেখছেন মমতা

শেষ আপডেট: 2 October 2023 13:08

শঙ্খদীপ দাস

একদা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ছিলেন পোড় খাওয়া রাজনীতিক মুকুল রায়। কেন্দ্রে মন্ত্রীও ছিলেন মুকুল। জেড শ্রেণির নিরাপত্তা পেতেন। কিন্তু তৃণমূলের কোনও নেতা বা কর্মী স্মরণ করে বলতে পারবেন না, মুকুলবাবু জাতীয় স্তরে দলকে কোনও অভিযানে নেতৃত্ব দিয়েছিলেন। মাঝে মধ্যে শুধু সংসদীয় প্রতিনিধি দলকে নিয়ে নির্বাচন কমিশনে যেতেন তিনি। ব্যস সেটুকুই। 

একুশের ভোটের পর তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক হয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার পর থেকে গত প্রায় আড়াই বছরে সংগঠনের গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলেছেন তিনি। কিন্তু সোমবার গান্ধী জয়ন্তীর দিন, এই প্রথম দলকে একক ভাবে নেতৃত্ব দিতে মাঠে নেমেছেন অভিষেক। বড় কথা হল, তা একেবারেই হোম গ্রাউন্ড নয়। অ্যাওয়ে ম্যাচ। দিল্লিতে পড়াশুনা আর ডায়মন্ড হারবার লোকসভা থেকে সংসদের সদস্য হওয়ার সুবাদে রাজধানী শহর অভিষেকের ভালমতই চেনা। রাজঘাট, যন্তরমন্তর, রাইসিনা পাহাড় কিছুই অচেনা নয়। কিন্তু রাজনীতির জন্য এ ভয়ঙ্কর ঘূর্ণি পিচ। 

তাৎপর্যপূর্ণ হল, দিল্লিতে যখন এত বড় আন্দোলনের চ্যালেঞ্জ নিয়ে নেমেছেন অভিষেক, তখন পায়ের চোটের কারণে নিজেকে নিঃশব্দে সরিয়ে নিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। হয়তো কালীঘাটে বসে সবটা দেখছেন দিদি। বার বার খবর নিচ্ছেন সুব্রত বক্সীর থেকে।

২ অক্টোবর দিল্লিতে এই আন্দোলনে মমতা বন্দ্যোপাধ্যায়েরও উপস্থিত থাকার কথা ছিল। কিন্তু দ্য ওয়ালেই সবার আগে লেখা হয়েছিল যে পায়ের ব্যাথার কারণে দিদি যাবেন না। দলকে একা নেতৃত্ব দেবেন অভিষেক। হয়েছেও তাই। 

তৃণমূলের অভ্যন্তরীণ রাজনীতির জন্য এটা একটা মাইলফলক বইকি। খুব সুক্ষ ভাবে দেখলে বোঝা যাবে, বঞ্চিতদের নিয়ে তৃণমূলের দিল্লি-আন্দোলনের আগে গত ৭২ ঘণ্টায় জ্যোতিপ্রিয় মল্লিক, তাপস রায়, সুদীপ বন্দ্যোপাধ্যায়ের মতো প্রবীণ নেতারাও বারবার বলছেন, ‘অভিষেকের নেতৃত্বে’ আন্দোলনের কথা। মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম কদাচ উচ্চারিত হয়েছে সেখানে বা একেবারেই হয়নি। সন্দেহাতীত ভাবে তা এক নতুন অধ্যায়ের কথাই বোঝাতে চাইছে।

জোড়াফুলের অন্দরে অভিষেকের যে স্বাভাবিক উত্তরণ ঘটছে, তা আর কোনও রহস্য নয়। কিন্তু সব সময়েই প্রতিটি উত্তরণের একটা মাইলফলক থেকে যায়। বাংলার বকেয়ার দাবিতে সোমবার যে আন্দোলনের নেতৃত্ব অভিষেক দিচ্ছেন, সেটা যেন সেরকমই একটা মাইলফলক। বলা যেতে পারে মাধ্যমিকের আগে টেস্ট পরীক্ষায় বসেছেন অভিষেক। মাধ্যমিকের জন্য ছেলেমেয়ের প্রস্তুতি কেমন সেটা যাচাই করতে টেস্টের সময়ে বাবা মায়েরা অধীর আগ্রহে থাকেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূমিকা যেন তেমনই।  

অনেকে মনে করছেন, হতে পারে সবটাই আগাম চিত্রনাট্য। কৌশলগত ভাবেই জাতীয় মঞ্চে একা অভিষেককে এগিয়ে দিয়েছেন দিদি। আগামী দিনে জাতীয় রাজনীতিতে আরও বড় দায়িত্ব দেওয়ার আগে তাঁর পরীক্ষা নিচ্ছেন। 

সোমবার দুপুরে রাজঘাটে মহাত্মা গান্ধীর সমাধিতে অবস্থান করার মধ্যে দিয়েই অভিষেক তাঁর আন্দোলনের সূচনা করবেন। তার আগে এক্স হ্যান্ডেলে তিনি বোঝাতে চেয়েছেন, মহাত্মা গান্ধীর আদর্শ মেনে অহিংস পথেই লড়াই চালাবে তৃণমূল। 

কিন্তু অহিংস আন্দোলন মানে সেই আন্দোলনে আগ্রাসন থাকবে না এমন তো নয়। তৃণমূলের অনেক রাজ্য নেতা মনে করেন, লোকসভার ভিতরে ও বাইরে রাজ্যের দাবি দাওয়া নিয়ে দলের যতটা আগ্রাসী হওয়া উচিত ছিল ততটা পারেনি। লোকসভার নেতার পদে থেকে সুদীপ বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক তথা সখ্য রাখতে যতটা ব্যস্ত ছিলেন, ততটা ব্যস্ত তাঁকে দেখা যায়নি বকেয়া আদায়ের আন্দোলনে। সেদিক থেকে অভিষেকের অবস্থার ও ভূমিকার মৌলিক ফারাক রয়েছে। 

রাজনৈতিক ভাবধারা ও আচরণগত দিক থেকে অভিষেক অনেকটা মমতা বন্দ্যোপাধ্যায়ের মতই। এক কথায় আ্গ্রাসী। কথাবার্তায়, শব্দচয়নে অনেক বেশি ধারাল। সুতরাং অহিংসের কথা বললেও বাংলার জন্য দাবি আদায়ে সোম ও মঙ্গলবার তাঁকে অনেক বেশি আক্রমণাত্মক ভূমিকায় দেখা যাবে বলেই মনে করা হচ্ছে। তৃণমূলের অনেকের মতে, একদা দিল্লিতে মমতা বন্দ্যোপাধ্যায় যে ভূমিকা নিতেন, ক্রমশ সেই ভূমিকায় দেখা যেতে পারে এই তরুণ নেতাকে। তবে তার আগে সোম ও মঙ্গলবার জাতীয় স্তরে তাঁর টেস্ট পরীক্ষা। এর পর মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, স্নাতক—গোটা জীবন পড়ে রয়েছে।


ভিডিও স্টোরি