Date : 12th Jul, 2025 | Call 1800 452 567 | info@thewall.in
Eng vs Ind: বুমরাহর দাপটের পর ভারতকে টানছে রাহুল-পন্থ জুটিঘটকালির ছকে প্রেমের ফাঁদ! ম্যাট্রিমনি সাইটে পরিচয়, ৪৪ লক্ষ টাকা হাতিয়ে পগারপার পাত্রফের শহরে সিভিক ভলান্টিয়ারের 'দাদাগিরি'! ৬টি ধারায় মামলাভিন্ন ধর্মে বিয়ে, মেয়ের কুশপুতুল দাহ করলেন বাবা, চাঞ্চল্য রাজগঞ্জেস্ত্রীকে নির্যাতন, পরকীয়ার অভিযোগে পদ খোয়ালেন তৃণমূল ব্লক সভাপতিরাস্তায় যৌন হেনস্থা, ঠাটিয়ে চড় ফতিমাকে! শিউরে ওঠা ঘটনার বিবরণ দিলেন অভিনেত্রীচিকিৎসককে হুমকি, কাঞ্চনের 'অপরাধ' দেখছেন না বিজেপির রাজ্য সভাপতি! দিলেন ব্যাখ্যাওWorld Kebab Day: আজ বিশ্ব কাবাব দিবস, সপ্তাহান্তে লোভাতুর বাঙালির জন্য রইল শহরের ৫ দোকানের হদিসLocal Trains Cancel: আবার একগুচ্ছ লোকাল ট্রেন বাতিল, দুর্ভোগে নিত্যযাত্রীরাছিল তিন, হল চার, পুজোর ছবিতে নাটকীয় এন্ট্রি নিলেন দুঁদে গোয়েন্দা! চিন্তায় প্রযোজকরা
Air India Plane Crash

সন্তানকে রেখে যেতে চাননি, তবু যেতে হল নিজের মায়ের কাছে, আকাশেই পুড়ে ছাই হয়ে গেল সব স্বপ্ন

এয়ার ইন্ডিয়ার দুর্ঘটনায় প্রাণ হারান ব্রিটেনপ্রবাসী অবধিবেন প্যাটেল। প্রথমবার ছেলেকে একা রেখে গিয়েছিলেন অসুস্থ মায়ের কাছে যাবেন বলে— আর ফিরলেন না।

সন্তানকে রেখে যেতে চাননি, তবু যেতে হল নিজের মায়ের কাছে, আকাশেই পুড়ে ছাই হয়ে গেল সব স্বপ্ন

ছেলে মীরের সঙ্গে অবধিবেন প্যাটেল।

শেষ আপডেট: 16 June 2025 06:43

দ্য ওয়াল ব্যুরো: চারপাশে কান্না আর হাহাকার। তার মাঝেই পরতে পরতে খুলে আসছে একটি করে হৃদয়বিদারক কাহিনি। সেই তালিকায় যুক্ত হল আরও একটি নাম, অবধিবেন প্যাটেল। ৪০ বছর বয়সি এই মহিলা এই প্রথম তাঁর আট বছরের ছেলে মীরকে একা রেখে ইংল্যান্ড থেকে এসেছিলেন ভারতে, অসুস্থ মায়ের দেখাশোনার জন্য। কিন্তু সেখান থেকে ফেরাই তাঁর জীবনের শেষ সফর হয়ে দাঁড়াল।

জানা গেছে, দু'সপ্তাহ ভারতে কাটিয়ে, ১২ জুন তিনি ফিরতে চেয়েছিলেন ব্রিটেনে। এমনকি ফেরার আগের দিন পর্যন্ত অফিসের কাজও শেষ করেছিলেন ভারত থেকেই। কিন্তু মাকে ছেড়ে ছেলের কাছে ফেরার দিনই ঘটে গেল মর্মান্তিক দুর্ঘটনা। এয়ার ইন্ডিয়ার বোয়িং ৭৮৭ ড্রিমলাইনার ওড়ার কিছুক্ষণের মধ্যেই ভেঙে পড়ে। মৃত্যু হয় বিমানে থাকা ২৪১ জন যাত্রী ও কর্মীর। সেই বিমানে ছিলেন অবধিবেন।

নর্থহ্যাম্পটনের জোন বিউটি স্টুডিও-তে কাজ করতেন অবধিবেন। সেখানেই ২০১৬ সালে যোগ দেন এবং পরে ম্যানেজার হন। তাঁর সততা, পরিশ্রম ও নির্ভরযোগ্যতার জন্য সহকর্মীদের কাছে ছিলেন অত্যন্ত প্রিয়। অবধিবেনের অফিসের সহকর্মী আতিফ করিম জানান, 'ও বারবার বলেছিল, যেতে চায় না। ছেলেকে একা রেখে যেতে ভয় করছে। এটা ছিল এই প্রথম ওর ছেলে মীরের থেকে দূরে থাকা।'

আতিফ করিম বলেন, 'ওর মুখে শুধু ছেলের কথাই শুনতাম। ছেলেটা খুবই লাজুক, সংবেদনশীল। অবধিবেনের সবকিছুই ওর ছেলেকে ঘিরে ছিল। সব শেষ হয়ে গেল।'

তিনি আরও জানান, 'অবধিবেনের স্বামী পঙ্কজ নাইট শিফটে কাজ করেন। তাই মীরকে সবসময় স্নেহ দিয়ে আগলে রাখতেন অবধিবেন। দুর্ঘটনার আগের দিনও সে বলেছিল, কাজটা শেষ করে দিচ্ছি। ওটাই ছিল আমার সঙ্গে ওর শেষ কথা।'

দুর্ঘটনার পরে অবধিবেনের স্বামী পঙ্কজ ও ছেলে মীর ভারতে এসেছে। মায়ের ডিএনএ মিলিয়ে 'দেহ'ও হাতে পেয়েছে তারা। ৮ বছরের ছোট্ট ছেলের এখনও বিশ্বাস হয়নি, মাকে আর কখনও দেখতে পাবে না সে।

নিজের মায়ের প্রতি এক মায়ের দায়িত্ববোধ, ছেলেকে ছেড়ে যাওয়ার উদ্বেগ, সব সারার পরে ফেরার সফর-- সব কিছুর শেষে পড়ে রইল বুকফাটা কষ্ট। এয়ার ইন্ডিয়া দুর্ঘটনার সবচেয়ে মানবিক, করুণ ও গভীর অধ্যায়গুলোর একটি হয়ে থাকলেন অবধিবেন। 


ভিডিও স্টোরি