শেষ আপডেট: 25th September 2024 16:59
দ্য ওয়াল ব্যুরো: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে এবার বিজেপির চালিকাশক্তি রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের প্রধান মোহন ভাগবতের দরবারে নালিশ ঠুকলেন দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা আম আদমি পার্টির নেতা অরবিন্দ কেজরিওয়াল। বুধবার সরসঙ্ঘচালকের কাছে এক চিঠিতে পাঁচটি প্রশ্ন তুলে একটি পত্রবাণ ছেড়েছেন ইন্ডিয়া জোটের অন্যতম শরিক কেজরিওয়াল। আপের জাতীয় আহ্বায়ক কেজরিওয়াল ভাগবতের কাছে জানতে চেয়েছেন, বিজেপি গঠনতন্ত্রের অবসরের বিধি কি প্রধানমন্ত্রী মোদীর ক্ষেত্রে প্রযোজ্য হবে না?
এই মোক্ষম প্রশ্নবাণ ছাড়াও আপ নেতা আরএসএস প্রধানের কাছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার বিরুদ্ধে কলম ধরেছেন। পাঁচটি প্রধান উদ্বেগের বিষয় বলে চিঠিতে উল্লিখিত বক্তব্যের একটি হল, বিজেপির দ্বারা কেন্দ্রীয় সংস্থাগুলির অপব্যবহার। কেজরির অভিযোগ, বিজেপি সবথেকে দুর্নীতিগ্রস্ত নিজেদের নেতাদের ছায়া দিচ্ছে। আর অন্যদিকে, রাজনৈতিক শত্রুদলের নেতাদের বিরুদ্ধে ইডি-সিবিআইকে লেলিয়ে দিচ্ছে।
প্রসঙ্গত, গত রবিবার যন্তরমন্তরে তাঁর জনতা কি আদালত অনুষ্ঠানে কেজরিওয়াল ভাগবতের দিকে প্রশ্ন তুলেছিলেন জেপি নাড্ডা যখন বলেন আরএসএসকে আর প্রয়োজন নেই বিজেপির, তখন আপনার মনের অবস্থা কী হয়েছিল? তিনি আরও অভিযোগ করেন, প্রধানমন্ত্রী মোদী ইডি-সিবিআইকে ব্যবহার করে রাজ্য সরকার ফেলে দিচ্ছেন। ভাগবতের কাছে তাঁর প্রশ্ন, এটা কি গণতন্ত্রের পক্ষে ক্ষতিকর নয়!
ভাগবতকে তিনি স্মরণ করিয়ে দেন, আরএসএস সদস্যরা নিজেকে জাতীয়তাবাদী ও স্বদেশপ্রেমী বলে গর্ববোধ করেন। তিনি এও নালিশ করেছেন যে, মোদী-অমিত শাহ আগে যাঁদের দুর্নীতিগ্রস্ত বলেছেন, তাঁদেরই বিজেপিতে ঠাঁই দেওয়া হয় কী করে? বিজেপির জন্ম যে সঙ্ঘ থেকে সেই কথা তুলে ধরে কেজরি বলেন, ভাগবত কি কোনওদিন এরকম কাজে মোদীকে বিরত থাকতে বলেছেন!
সবশেষে কেজরিওয়াল জানতে চেয়েছেন, বিজেপির অভ্যন্তরীণ গঠনতন্ত্রে ৭৫ বছর বয়সি নেতাদের বাধ্যতামূলক অবসরের বিধি আছে। যে বিধিতে লালকৃষ্ণ আদবানি, মুরলিমনোহর জোশি, শান্তা কুমারের মতো নেতাদের সরে যেতে হয়েছে। এই বিধি কে মোদীর ক্ষেত্রে প্রযোজ্য হবে না, জানতে চেয়েছেন কেজরিওয়াল। তিনি আশাপ্রকাশ করেছেন যে, ভাগবত নিশ্চই এ বিষয়গুলি নিয়ে ভাববেন এবং কোনও মতামত দেবেন।