শেষ আপডেট: 10th May 2024 16:53
দ্য ওয়াল ব্যুরো: শুক্রবার সন্ধ্যা বা তারপরেই তিহার জেল থেকে বেরিয়ে আসতে পারেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। এমনই দাবি করেছে তাঁর দল আম আদমি পার্টির নেতৃত্ব। এদিন বিকেলেই দলনেতার মুক্তির জন্য আপের নেতৃত্ব এবং কর্মী-সমর্থকরা তিহার জেলের উদ্দেশে রওনা দিয়েছেন। কিছুক্ষণের মধ্যেই দিল্লি এসে পৌঁছবেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান। আপ নেতৃত্বের কথায়, কেজরিওয়ালের জামিনে মুক্তি পেতে যদি দেরি হয়, তাহলে তাঁরা আগামিকাল, শনিবার সকাল পর্যন্ত জেলের বাইরে শুয়ে থাকবেন।
দলের সর্বাধিনায়কের জামিনে মুক্তি নিয়ে ভোটের মুখে যারপরনাই উচ্ছ্বসিত আপ। আপ নেতৃত্বের মতে, সুপ্রিম কোর্টের নির্দেশে সত্যের জয় হল। যদিও দিল্লির বিজেপি সভাপতি বীরেন্দ্র সচদেব বলেছেন, অপরাধীদেরও কোনও কোনও সময় প্যারোলে মুক্তি দেওয়া হয়। আমরা আদালতের রায়কে সম্মান জানাই।
বিজেপির নেতার বক্তব্য, জামিনে মুক্তির অর্থ এই নয় যে, সমস্ত অভিযোগ থেকে রেহাই মিলল। দিল্লির আবগারি দুর্নীতিতে অরবিন্দ কেজরিওয়াল যে কিংপিন সেই অভিযোগ ঘাড় থেকে নামেনি। কিন্তু, একথা মানতে নারাজ আপ নেতারা। আপের শীর্ষ নেতৃত্ব যেমন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান, আতিশী, সঞ্জয় সিং, সৌরভ ভরদ্বাজরা সুপ্রিম কোর্টের নির্দেশে নতুন করে অক্সিজেন পেয়ে গিয়েছেন।
কেজরির স্ত্রী সুনীতা কেজরিওয়াল বলেছেন, এটা গণতন্ত্রের জয়। হনুমানজি কি জয়। দেশের লক্ষ লক্ষ মানুষের প্রার্থনা ও আশীর্বাদ সফল হল। মান বলেন, এবার আমরা নয়া উদ্দীপনায় গণতন্ত্র রক্ষার কাজে ঝাঁপিয়ে পড়ব। দলের তরফে একটি পোস্টার এক্সবার্তায় ছড়িয়ে দেওয়া হয়েছে। যেখানে দেখা যাচ্ছে জেল থেকে হাসিমুখে বেরিয়ে আসছেন কেজরিওয়াল। ক্যাপশনে লেখা, একনায়কতন্ত্রের অবসান ঘটাতে তিনি আসছেন।
দলের রাজ্যসভা সদস্য সঞ্জয় সিং বলেন, সত্যকে অপবাদে জর্জরিত করা যায়, কিন্তু শেষমেশ জয় হয় সত্যেরই। দলের আর এক নেত্রী জাসমিন শাহ একটি সাংবাদিক সম্মেলনে বলেন, আজ থেকে সত্যিকারের লোকসভা নির্বাচন শুরু হল। এমনকী সেই এলাকাতেও যেখানে আমাদের কোনও প্রার্থী নেই। কিন্তু দেশের মানুষ ইন্ডিয়া জোটের প্রার্থীর পক্ষেই ভোট দেবেন। সৌরভ ভরদ্বাজের মন্তব্য, অরবিন্দ কেজরিওয়াল পিএমএলএ মামলায় মাত্র ৪০ দিনে পেলেন। এটা কোনও অত্যাশ্চর্য ঘটনা ছাড়া আর কিছু নয়। ভারত যে পরিবর্তন চাইছে, স্বয়ং ঈশ্বর তাতে সিলমোহর দিলেন।