শেষ আপডেট: 10th September 2024 13:38
দ্য ওয়াল ব্যুরো: নির্বাচনের আগেই দুষ্কৃতীদের গুলিতে ঝাঁঝরা হয়ে গেলেন পাঞ্জাবে আম আদমি পার্টির এক কৃষক নেতা। সূত্রের খবর, সোমবার সন্ধেয় পাঞ্জাবের খান্নায় গুলি করে খুন করা হয় তারলোচন সিং নামের ওই নেতাকে। তবে কে বা কারা অরবিন্দ কেজরিওয়ালের দলের নেতাকে মারল, তা এখনও স্পষ্ট হয়নি। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
চলতি বছরেই পাঞ্জাবে পঞ্চায়েত নির্বাচন। সেই নির্বাচনেই প্রতিদ্বন্দ্বিতা করার কথা ছিল আপের ওই কৃষক নেতার। ইতিমধ্যে জোরকদমে প্রস্তুতিও শুরু করেছিলেন ৬০ বছর বয়সি তারলোচন। কিন্তু সব শেষ হয়ে গেল এক গুলিতে।
পুলিশ সূত্রের খবর, সোমবার সন্ধেবেলা মাঠের কাজ সেরে বাড়ি ফিরছিলেন তিনি। সেসময় আচমকাই দুষ্কৃতীরা তাঁর উপরে এলোপাথাড়ি গুলি চালায় বলে অভিযোগ। মাটিতে লুটিয়ে পড়েন তারলোচন।
গুলির শব্দ পেয়ে কৃষক নেতার ছেলে হরপ্রীত সিং স্থানীয়দের নিয়ে ঘটনাস্থলে পৌঁছন, কিন্তু ততক্ষণে এলাকা ছেড়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। তড়িঘড়ি তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও বাঁচানো যায়নি প্রাণে। ছেলে হরপ্রীতের অভিযোগ, পুরনো কোনও শত্রুতার জেরেই বাবাকে খুন করা হয়েছে। তবে এই ঘটনায় কারা জড়িত, অবিলম্বে তাদের খুঁজে বের করে কঠোর শাস্তির দাবি তুলেছেন তিনি।
আচমকা কৃষক নেতার মৃত্যুতে ইতিমধ্যে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। পুলিশের তরফে জানানো হয়েছে, ওই আপ নেতার দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। কী কারণে এই খুন তা খতিয়ে দেখা হচ্ছে।
এখনও পর্যন্ত ঘটনায় কেউ গ্রেফতার না হলেও মঙ্গলবার সকাল থেকেই পাঞ্জাবের খান্নায় পুলিশি নিরাপত্তা বাড়ানো হয়েছে। পাশাপাশি গোটা এলাকায় মোতায়েন করা হয়েছে পুলিশ।