শেষ আপডেট: 24th February 2025 18:40
দ্য ওয়াল ব্যুরো: দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তর অফিস থেকে বাবা আম্বেদকর ও ভগৎ সিংয়ের ছবি সরানো নিয়ে তেড়েফুঁড়ে আসরে নামল আম আদমি পার্টি। আর তা নিয়ে মুখের উপর জবাব দিতেও কসুর করেনি বিজেপি শিবির। আম আদমি পার্টির অভিযোগ, শাসক বিজেপি দল আসলে দলিত বিরোধী। তাই আম্বেদকরের ছবি সরানো হয়েছে। একইসঙ্গে ভারতের অন্যতম স্বাধীনতা সংগ্রামী ভগৎ সিংয়ের ছবির জায়গায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ও মহাত্মা গান্ধীর ছবি টাঙানোর নিন্দা করেছে আপ।
যদিও আপের দাবিকে উড়িয়ে সোমবার শপথ নেওয়া মুখ্যমন্ত্রী রেখা গুপ্ত বলেন, দুর্নীতি ও অপকর্ম ঢাকার চেষ্টায় এসব অভিযোগ আনছে আপ। এদিন সকালেই আপের প্রাক্তন মুখ্যমন্ত্রী আতিশী দুটি ছবি একসঙ্গে পোস্ট করেন। তাতে লেখা ছিল, বিজেপি তাদের দলিত বিরোধী শিখ বিরোধী মুখ দেখিয়েই দিল। দিল্লির মুখ্যমন্ত্রীর কার্যালয় থেকে বাবাসাহেব আম্বেদকর এবং ভগৎ সিংয়ের ছবি সরিয়ে দেওয়া হল।
উল্লেখ্য, অরবিন্দ কেজরিওয়াল ক্ষমতায় আসার পর দিল্লি সরকারের সমস্ত অফিস থেকে এবং মুখ্যমন্ত্রীর কার্যালয় থেকে সরানো হয়েছিল মহাত্মা গান্ধীর ছবি। সে জায়গায় লাগানো হয়েছিল আম্বেদকর ও ভগৎ সিংয়ে ছবি। সে সময় কংগ্রেসও আপের উপর খড়্গহস্ত হয়েছিল। দলের নেত্রীর পাশে দাঁড়িয়ে এদিন কেজরিওয়ালও বলেন, আম্বেদকরের ছবি সরিয়ে বিজেপি দলিতদের আদর্শ পুরুষ আম্বেদকরের প্রতি অপমান করেছে।
কেজরিওয়াল এক্স বার্তায় লিখেছেন, তাঁদের ছবি সরিয়ে মোদীর ছবি লাগানোটা মোটেই ভাল কাজ হয়নি। বিজেপির কাছে আমার প্রার্থনা আপনারা প্রধানমন্ত্রীর ছবি লাগান, ঠিক আছে, কিন্তু বাবাসাহেবের ছবি ফেলে দেবেন না। তাঁর ছবিও দেওয়ালে থাক। এ বিষয়ে মুখ্যমন্ত্রী রেখা গুপ্ত বলেন, এসব হচ্ছে নানান কুকীর্তির উপর পর্দা চড়ানোর কৌশল। রাষ্ট্রপ্রধানদের ছবি সরকারি কার্যালয়ে লাগানো কি অন্যায়? রাষ্ট্রপতির ছবি থাকবে না, জাতির জনক গান্ধীজির ছবি থাকবে না? ভগৎ সিং ও বাবাসাহেব নিশ্চই সম্মানীয় ব্যক্তি, পূজনীয়। এটা দিল্লির মুখ্যমন্ত্রীর অফিস। তাই তাঁদের ছবি কেন লাগানো হয়েছে, তার উত্তর দিতে আমি বাধ্য নই। প্রসঙ্গত, গান্ধী, মোদী ও দ্রৌপদী মুর্মুর ছবি লাগানো হলেও আম্বেদকর ও ভগৎ সিংয়ের ছবি ফেলে দেওয়া হয়নি। সেটা এই দেওয়ালের উল্টোদিকে লাগানো হয়েছে।