শেষ আপডেট: 30th January 2025 18:21
দ্য ওয়াল ব্যুরো: দিল্লি বিধানসভা ভোটের আগে বড়সড় অভিযোগ তুলল আম আদমি পার্টি। বৃহস্পতিবার বিকেল নাগাদ তারা অভিযোগে জানায়, পাঞ্জাবের আপ মুখ্যমন্ত্রী ভগবন্ত মানের দিল্লির কাপুরথালা হাউসে নির্বাচন কমিশন পুলিশ নিয়ে গিয়েছে। সেখানে তল্লাশি চালাতে চায় কমিশন। যদিও দিল্লি পুলিশ এ ধরনের অভিযোগের কোনও সারবত্তা নেই বলে সাফ জানিয়ে দিয়েছে। উল্লেখ্য, একদিন আগেই পাঞ্জাব সরকার স্টিকার সাঁটা একটি গাড়ি থেকে মদ, নগদ উদ্ধার হয়।
এদিনই আপের নেতা অরবিন্দ কেজরিওয়াল কংগ্রেসকে আক্রমণ করে বলেন, কংগ্রেস বিজেপির সঙ্গে যোগসাজশ করে আপকে হারানোর মতলবে আছে। তাঁর দাবি, কংগ্রেস দিল্লিতে ভোটে জেতার জন্য লড়ছে না। আপ যাতে হারে তার জন্য বিজেপির সঙ্গে সাঁট বাঁধছে। অন্যদিকে, কংগ্রেস নেতা রাহুল গান্ধী এক প্রচারসভায় বলেন, বিজেপির সঙ্গে অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টির তেমন কোনও তফাত নেই।
এদিন দিল্লির মুখ্যমন্ত্রী আতিশী অভিযোগ তোলেন যে, পাঞ্জাবের নির্বাচিত মুখ্যমন্ত্রী ভগবন্ত মানের দিল্লির কাপুরথালার বাড়িতে পুলিশ তল্লাশি চালাতে গিয়েছে। তাঁর আরও অভিযোগ, ভোটের টোপ হিসেবে বিজেপির লোকেরা খোলাখুলি টাকা ছড়াচ্ছে। কমিশনের নজরে এসব আসছে না।
আতিশীর এই অভিযোগ উড়িয়ে দিয়ে দিল্লি পুলিশ জানিয়েছে, ভগবন্ত মানের বাড়িতে কোনও তল্লাশি অভিযান হয়নি, হওয়ার পরিকল্পনাও ছিল না। পুলিশের এক আধিকারিক জানান, ভোটের রিটার্নিং অফিসার (নয়াদিল্লির জেলাশাসক) সি-ভিজিল পোর্টালে অভিযোগ পেয়ে কাপুরথালা হাউসে আসেন। পুলিশ জেলাশাসককে সাহায্য করার জন্য সেখানে ছিল। কিন্তু কোনও তল্লাশি চালানো হয়নি। জেলাশাসক বলেন, নগদ বিতরণের একটি অভিযোগ পেয়ে তাঁরা গিয়েছিলেন কিন্তু মুখ্যমন্ত্রীর নিরাপত্তা রক্ষীরা কাউকে ভিতরে ঢুকতে দেয়নি।