আয়কর রিটার্ন দাখিল থেকে শুরু করে ক্রেডিট কার্ড লেনদেন, এটিএম পরিষেবা, টিকিট বুকিং, এমনকি ডিজেল-পেট্রল নেওয়ার সময়েও এবার নতুন নিয়ম কার্যকর হল দেশে।
আধার-প্যান লিঙ্ক, এটিএম থেকে টাকা তোলার ফি সব পাল্টে গেল
শেষ আপডেট: 1 July 2025 06:02
দ্য ওয়াল ব্যুরো: একগুচ্ছ আর্থিক নিয়মে বড় পরিবর্তন। আয়কর রিটার্ন দাখিল থেকে শুরু করে ক্রেডিট কার্ড লেনদেন, এটিএম পরিষেবা, টিকিট বুকিং, এমনকি ডিজেল-পেট্রল নেওয়ার সময়েও এবার নতুন নিয়ম কার্যকর হল দেশে। জেনে নিন আজ, ১ জুলাই থেকে ঠিক কী কী বদলে গেল—
প্যান কার্ডে বাধ্যতামূলক আধার, না হলে বাতিলের আশঙ্কা
আজ থেকে নতুন প্যান কার্ডের জন্য আবেদন করতে হলে আধার যাচাই বাধ্যতামূলক। ইতিমধ্যেই যাঁদের প্যান আছে, তাঁদের ৩১ ডিসেম্বরের মধ্যে আধারের সঙ্গে সংযুক্তিকরণ করতে হবে। না হলে প্যান কার্ড নিষ্ক্রিয় হয়ে যেতে পারে।
তৎকাল টিকিট বুকিংয়ে আধার বাধ্যতামূলক
রেলের তৎকাল টিকিট বুক করতে হলে এখন আধার ভেরিফিকেশন বাধ্যতামূলক। ১৫ জুলাই থেকে সব ধরণের বুকিংয়ে দুই ধাপের নিরাপত্তা যাচাই (OTP সহ) চালু হচ্ছে। এছাড়া, রেল টিকিটের দাম বাড়ছে। নন-এসি কোচে ১ পয়সা/কিমি এবং এসি কোচে ২ পয়সা/কিমি হারে ভাড়া বাড়তে পারে।
আয়কর রিটার্ন জমার সময়সীমা বাড়ল
সিবিডিটি (CBDT) আয়কর রিটার্ন জমা দেওয়ার ডেডলাইন ৩১ জুলাই থেকে বাড়িয়ে ১৫ সেপ্টেম্বর করা হয়েছে। ফলে বেতনের উপর নির্ভরশীল করদাতারা ৪৬ দিন অতিরিক্ত সময় পাচ্ছেন।
ক্রেডিট কার্ড লেনদেনে চার্জের নতুন নিয়ম
SBI: এলিট, মাইলস এলিট ইত্যাদি প্রিমিয়াম কার্ডে বিমান দুর্ঘটনার বিমা সুবিধা বন্ধ।
ন্যূনতম বকেয়া হিসাবের পদ্ধতিতে পরিবর্তন।
HDFC: ভাড়া দেওয়া, গেমিং বা ৫০,০০০ টাকার বেশি ইউটিলিটি বিল মেটালে ১% চার্জ (সীমা ₹৪,৯৯৯)। ১০,০০০ টাকার বেশি ওয়ালেট লোডেও এই চার্জ প্রযোজ্য।
ICICI: নিজস্ব এটিএমে প্রথম ৫টি লেনদেন নিখরচায়, পরবর্তীতে ২৩ টাকা প্রতি লেনদেন।
অন্যান্য ব্যাঙ্কের এটিএমে মেট্রো শহরে ৩টি, ছোট শহরে ৫টি লেনদেন নিখরচা; অতিরিক্তে ২৩/৮.৫ টাকা চার্জ।
বিদেশে টাকা তোলায় ১২৫ টাকা, নন-ফিনান্স লেনদেনে ২৫ টাকা এবং ৩.৫% কারেন্সি কনভার্সন ফি।
IMPS লেনদেনে চার্জ ২.৫–১৫ টাকা।
প্রতি মাসে ৩টি ক্যাশ ট্রান্সঅ্যাকশন ফ্রি; এরপর ১৫০ টাকা চার্জ।
এক মাসে ১ লাখের বেশি নগদ জমায় ১৫০ টাকা অথবা প্রতি ১০০০ টাকায় ৩.৫ টাকা চার্জ (যেটি বেশি)।
Axis Bank:
নির্ধারিত সীমার বেশি এটিএম লেনদেনে ২৩ টাকা চার্জ।
পুরনো গাড়িতে জ্বালানি বন্ধের পথে দিল্লি সরকার
দিল্লিতে ১ জুলাই থেকে পুরনো যানবাহনে জ্বালানি দেওয়া যাবে না। সব পেট্রল-ডিজেল পাম্পে ANPR ক্যামেরা বসানো হয়েছে, যা গাড়ির নম্বর পড়ে স্বয়ংক্রিয়ভাবে যাচাই করবে।
ওয়েটিং লিস্ট যাত্রীদের জন্য বড় সিদ্ধান্ত
রেলওয়ে এখন থেকে ট্রেন ছাড়ার ৮ ঘণ্টা আগে সংরক্ষণ তালিকা প্রস্তুত করবে (আগে ছিল ৪ ঘণ্টা)। এতে অপেক্ষমাণ যাত্রীদের বিকল্প ব্যবস্থা নেওয়ার সময় বাড়বে।
১ জুলাই থেকে কল মানি মার্কেট (ব্যাঙ্কে ব্যাঙ্কে স্বল্প মেয়াদি ঋণ) লেনদেনের সময় ৫টার বদলে সকাল ৯টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত।
জিএসটি রিটার্ন এখন থেকে সম্পূর্ণ লকড
জুলাই থেকে GSTR-3B রিটার্ন একবার জমা দিলেই আর সম্পাদনা করা যাবে না। তথ্য স্বয়ংক্রিয়ভাবে GSTR-1/1A থেকে নেওয়া হবে।