সংগৃহীত ছবি
শেষ আপডেট: 6th January 2025 18:07
দ্য ওয়াল ব্যুরো: বেঙ্গালুরুর আরএমভি সেকেন্ড স্টেজ থেকে উদ্ধার হল এক পরিবারের চার জনের দেহ। ছেলে-মেয়েকে খুন করে আত্মঘাতী হয়েছেন দম্পতি, এমনই মনে করছে পুলিশ।
উত্তরপ্রদেশের প্রয়াগরাজের বাসিন্দা অনুপ কুমার (৩৮) তাঁর স্ত্রী রাখি (৩৫) ও দুই সন্তান, অনুপ্রিয়া (৫) ও প্রিয়াংশ (২)-কে নিয়ে বেঙ্গালুরুতে থাকতেন। একটি বেসরকারি সংস্থায় সফটওয়্যার কনসালটেন্ট হিসেবে চাকরি করতেন।
সোমবার পরিচারিকা কাজ করতে আসেন সকালে। বার বার দরজা ধাক্কা দেওয়ার পরও দরজা খোলেনি বাড়ির কেউ। যোগাযোগের চেষ্টা করে ব্যর্থ হন। ফোন বেজে কেটে যায়। বাধ্য হয়ে তিনি আশপাশের বাড়ির লোককে বিষয়টি জানান। তাঁরাই খবর দেন পুলিশে।
পুলিশ এসে চারটি দেহ উদ্ধার করে। পুলিশের প্রাথমিক অনুমান, প্রথমে দুই সন্তানকে বিষ খাইয়ে খুন করেন দম্পতি। তারপর নিজেরা গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হন।
স্থানীয়দের থেকে জানা যাচ্ছে, মেয়ে অনুপ্রিয়া বিশেষভাবে সক্ষম। তাই তার শারীরিক অবস্থা নিয়ে চিন্তিত ছিলেন দম্পতি। স্ট্রেসে ছিলেন বহুদিন ধরে। হয়তো সেকারণেই আত্মহত্যার পথ বেছে নেন তাঁরা।
তবে, পরিচারিকা জানান, পুদুচেরি যাওয়ার পরিকল্পনা করেছিলেন দম্পতি। সপরিবারেই যাওয়ার কথা ছিল। রবিবার সেই মতো ব্যাগও গুছিয়ে নেন তাঁরা। তাঁদের মধ্যে সেভাবে চিন্তার ছাপ বা অস্বাভাবিকতা লক্ষ্য করেননি তিনি। তাঁর সঙ্গে আরও দু'জন পরিচারিকা ওই বাড়িতে কাজ করতেন।
কেউই বুঝতে পারছেন না হঠাৎ কী হল। ঘটনাস্থল থেকে কোনওরকম সুইসাইড নোট পাওয়া যায়নি। সদাশিবনগর পুলিশ স্টেশনে একটি মামলা দায়ের হয়েছে। তার ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে।