শেষ আপডেট: 13th August 2024 14:30
দ্য ওয়াল ব্যুরো: মধ্যপ্রদেশে ইন্দোর শহরে গত ১৬ বছর ধরে ট্রাফিক সামলানো কনস্টেবল রঞ্জিত সিংয়ের নৃত্যরত ছবি অনেকদিনের পুরনো। মাইকেল জ্যাকসনের মুনওয়াকের ভঙ্গিমায় তিনি ব্যস্ত রাস্তার ট্রাফিক সামলে বেড়ান। এবার কচিকাঁচাদের সহজে পাঠ শেখাতে ক্লাসের মধ্যে নাচ করে শিক্ষা দেওয়ার ভিডিও ভাইরাল। বিহারের এক তরুণী শিক্ষিকার এই চেষ্টা তারিফ কুড়িয়েছে দেশভর।
বিহারের বাঁকা জেলার একটি সরকারি বিদ্যালয়ের ওই শিক্ষিকার নাম খুশবু আনন্দ। দু-একদিন আগে তিনি তাঁর এক্স হ্যান্ডলে একটি ছোট ভিডিও পোস্ট করেন। তারপর থেকেই এই ভিডিও ভাইরাল হয়ে গিয়েছে। এবং নেটদুনিয়ার সর্বস্তর থেকে প্রশংসা কুড়িয়েছেন তিনি। ভিডিওতে দেখা গিয়েছে, খুশবু হিন্দি ভাষার মাত্রা শেখাচ্ছেন। র-ফলা, রেফ বা অন্য মাত্রা কীভাবে দেবে খুদেরা তা নাচের ভঙ্গিতে শেখাচ্ছেন।
আরও উল্লেখযোগ্য হল, এই নাচের সঙ্গে খুশবু হিন্দি মাত্রা নিয়ে একটি গান তৈরি করেছেন। যাকে ইংরেজিতে রাইমস বলা যেতে পারে। প্রতিটির জন্য কথা ও সুরে চিনিয়েছেন নৃত্যের অঙ্গভঙ্গির মাধ্যমে। কচিকাঁচারাও রসকসহীন পাঠ্যের মধ্যে নতুন মজা খুঁজে পেয়ে আনন্দের সঙ্গে পাঠ নিচ্ছে। ছাত্রছাত্রীদের বিনোদনের মাধ্যমে গান ও নাচে তিনি সহজেই শেখাতে সক্ষম হচ্ছেন মাত্রা জ্ঞান।
मात्रा का ज्ञान।
— Khushboo Anand ???????? (@Tchr_Khushboo) August 10, 2024
बच्चों की समझ बेहतर तरीके से विकसित हो इसके लिए हमें भी कभी-कभी बच्चा बनना पड़ता है और बच्चा बनकर बच्चों को पढ़ाना व सीखने-सिखाने की प्रक्रिया में मदद करना अत्यंत ही आनंद की अनुभूति देता है..????☺️#Tchr_Khushboo #GovernmentSchool #Bihar pic.twitter.com/PxMsX2GAR0
তাঁর হিন্দিতে লেখা পোস্টের বাংলা করলে দাঁড়ায়, মাত্রার জ্ঞান। বাচ্চাদের সমস্যা খুব ভালো করে মেটাতে আমাদেরও কোনও কোনও সময় বাচ্চা হয়ে যেতে হয়। বাচ্চাদের মতো হয়ে যেতে পারলেই তাদের পড়ানো মুশকিল আসান হয়ে যায়। আর এভাবে শেখাতে পারলে দুজনেই আনন্দ পায়। খুশবুর এই কথার টের পাওয়া যায়, যখন দেখা যায়, ক্লাসের বাচ্চারাও তাঁর সঙ্গে নাচতে নাচতে হাসতে খেলতে মাত্রা সম্পর্কে শিখছে।
ভিডিওটি ভাইরাল হতেই এক্সে ১ লক্ষ ৪২ হাজারের বেশি ভিউ হয়ে গিয়েছে। এক নেট নাগরিক লিখেছেন, দারুণ চিত্তাকর্ষক। কেউ মন্তব্য করেন, বাচ্চাদের শেখানোর এই নতুন টেকনিক দেখে অভিভূত হয়ে গিয়েছি। শিক্ষাদানের প্রতি আপনার নিষ্ঠা ও দায়বদ্ধতা প্রশংসার যোগ্য। কেউ বলেছেন, দারুণ সৃজনশীল। কারও মতে, আপনি একটি রত্ন।