শেষ আপডেট: 26th August 2024 11:15
দ্য ওয়াল ব্যুরো: সিনেমার গল্পের মতোই জেলখানায় মেলে অবাধ সুযোগসুবিধা। তা সে যদি কোনও ক্ষমতাবান-প্রভাবশালী, বিশেষত ফিল্ম অভিনেতা হন, তাহলে তো কথাই নেই। খুনের অভিযোগে বিচারাধীন বন্দি কন্নড় অভিনেতা দর্শনকে সেই বিশেষ সুবিধাভোগীদের দলেই দেখা গেল। যা দেখে তাজ্জব হয়ে গিয়েছে জেলের পাঁচিলের এপারে থাকা দুনিয়া।
অভিনেতার একনিষ্ঠ ভক্ত রেণুকাস্বামীকে নিষ্ঠুরভাবে খতম করার অভিযোগে দর্শন ও তাঁর বান্ধবী পবিত্রা বর্তমানে বেঙ্গালুরু জেল হেফাজতে আছেন। একটি ভাইরাল হওয়া ছবিতে দেখা যাচ্ছে, দর্শন জেলের লনে বসে অন্য তিনজন বন্দির সঙ্গে সিগারেট পান করছেন। ওই ভিডিওতে কন্নড় ভাষার জনপ্রিয় অভিনেতা একটি ভিডিও কল করছেন বলেও দেখা গিয়েছে।
এনডিটিভি এই সংবাদ দিয়ে জানিয়েছে, তারা ভিডিওটির সত্যতা যাচাই করে দেখেনি। ভিডিওতে দেখা গিয়েছে, হলুদ টি-শার্ট পরা এক ব্যক্তি হাসতে হাসতে অন্য একজনের সঙ্গে গল্প করছেন। দ্বিতীয় আর একজন মোবাইল হাতে হেঁটে এগিয়ে এসে ক্যামেরা তাঁর মুখ থেকে সরিয়ে আর একজনের হাতে দিলেন। এরপরেই দর্শনের মুখ দেখা যেতেই তিনি উল্লাসে হাত নাড়েন মোবাইল ক্যামেরার দিকে তাকিয়ে।
ক্যামেরার অন্য প্রান্তের ব্যক্তি দর্শনকে দেখে উল্লাস প্রকাশ করেন। তিনি জানতে চান, দর্শন কিছু খেয়েছেন কিনা। হাসিমুখে দর্শন হ্যাঁ বলে বোঝান। তারপর সামান্য দু-চারটে কথা হয় তাঁদের মধ্যে। শেষে দুজন দুজনকে গুডবাই করে ভিডিও কল বন্ধ করেন।
২৫ সেকেন্ডের ওই ভিডিওতে আরও দেখা গিয়েছে, প্রভাবশালী অভিনেতা একটি প্রচুর আলো দেওয়া ঘরে বসে রয়েছেন। তাঁর পিছনে ছিল একটি বড়সড় পর্দা। হুকে ঝোলানো ছিলে কিছু জামাকাপড়। উল্লেখ্য, রেণুকাস্বামীকে যন্ত্রণা দিয়ে খুনের অভিযোগে দর্শন, তাঁর বান্ধবী পবিত্রাসহ ১৭ জন বর্তমানে জেল হেফাজতে রয়েছেন। ৩৩ বছর বয়সি ওই দর্শন-ভক্ত পবিত্রা গৌড়াকে অশ্লীল মেসেজ পাঠিয়েছিলেন এই অভিযোগে তাঁকে অপহরণ করে এনে পিটিয়ে খুন করা হয়েছিল বলে পুলিশ এফআইআর করে।
রবিবার প্রকাশ্যে আসা ওই ভিডিওতে দর্শনের সঙ্গে জেলের খোলা মাঠে বসা থাকা তিন ব্যক্তির মধ্যে একজন হল গ্যাংস্টার উইলসন গার্ডেন নাগা, অন্যজন তার শাগরেদ। ভিডিওটি প্রকাশ্যে আসার পরই জেলের ভিতরে বিশেষ সুবিধা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। জেল কর্তৃপক্ষ এ ব্যাপারে একটি তদন্তের নির্দেশ দিয়েছে।
এই ভিডিও দেখে নিহত রেণুকাস্বামীর বাবা বলেন, দর্শনকে খোলা জায়গায় অন্যদের সঙ্গে চা-সিগারেট খেতে দেখে আমি হতভম্ব। আমার তো মনে হচ্ছে ও জেলে বসে নেই। ওর সঙ্গে অন্য আসামিদের মতোই তো ব্যবহার করা উচিত। কিন্তু ওকে দেখে মনে হচ্ছে ও নিজের বাগানবাড়িতে বসে আয়েশ করছে।