শেষ আপডেট: 25th December 2024 18:27
দ্য ওয়াল ব্যুরো: ১৮ মাসে ১১ জনকে খুন করে অবশেষে ধরা পড়ল পাঞ্জাবের সিরিয়াল কিলার! ৩৩ বছর বয়সি এই অভিযুক্তের নাম রাম স্বরূপ, তিনি হোশিয়ারপুরের গড়শঙ্করের চাউরা গ্রামের বাসিন্দা। একটি খুনের তদন্তে প্রথমে ধরা পড়ে রাম। তাকে জেরার সময়ে বাকি ১০টি খুনের বিষয় সামনে আসে!
রাজ্যের রূপনগর জেলা থেকে রামকে গ্রেফতার করেছিল পুলিশ। তদন্তে উঠে এসেছে, যে ১১ জনকে খুন করেছে সে তাদের সকলেই পুরুষ এবং প্রত্যেকের সঙ্গেই যৌন সম্পর্কে লিপ্ত হয়েছিল। পরে তাদের থেকে টাকা চেয়ে না পাওয়ায় খুন করে। শুধু তাই নয়, একজনকে মেরে তার পিঠে আবার 'ধোকেবাজ (বিশ্বাসঘাতক)' লিখে দিয়েছিল রাম। যার পিঠে এমন লিখেছিল রাম সে প্রাক্তন সেনাকর্মী ছিল।
গত আগস্ট মাসে ৩৭ বছর বয়সি এক টোল প্লাজা কর্মীর খুনের ঘটনার তদন্তে গ্রেফতার করা হয়েছিল রাম সরূপকে। সেই তদন্তের সময়ই জেরায় রাম জানায়, আরও ১০ জনকে খুন করেছে সে। পুলিশকে বলে, প্রত্যেককেই লিফট দেওয়ার নাম করে গাড়িতে তুলে পরে ছলে-বলে-কৌশলে তাদের সঙ্গে সম্পর্কে জড়াত সে। যৌন সম্পর্কেও লিপ্ত হত। তবে এরপরই যখন তাদের থেকে টাকা চাইত তখন প্রত্যেকেই তা দিতে অস্বীকার করত। তাই সে খুন করে তাদের।
১১ জনের মধ্যে বেশিরভাগকেই গলা টিপে শ্বাসরোধ করে খুন করেছে সরূপ। বাকি কয়েকজনের মাথায় আঘাত পেয়ে মৃত্যু হয়েছে। মৃতদের সকলে রূপনগর, হোশিয়ারপুর এবং ফতেগড় জেলার বাসিন্দা। পুলিশ সরূপের পরিবারের খোঁজ নিয়ে জেনেছে, তার স্ত্রী এবং দুই সন্তান রয়েছে। তবে পরিবারের কেউ তার সঙ্গে বহু বছর সম্পর্ক রাখত না সমকামী হওয়ার জন্য।
আরও একটি চাঞ্চল্যকর তথ্য জানতে পেরেছে পুলিশ। তদন্তে উঠে এসেছে, খুনের আগে চরম নেশা করত সে এবং খুন করার পর সকল মৃতদেহের পা ছুঁয়ে ক্ষমা চাইত!