শেষ আপডেট: 22nd October 2024 11:39
দ্য ওয়াল ব্যুরো: পাকিস্তানি জঙ্গিদল লস্কর-ই-তোইবার নতুন ছায়া সংগঠন তেহরিক লাবাইক ইয়া মুসলিম নামে কাশ্মীরে সক্রিয় নতুন ভুঁইফোঁড় জঙ্গিদের শাখা দুমড়ে দিল নিরাপত্তা বাহিনী। মঙ্গলবার জম্মু-কাশ্মীর জুড়ে একাধিক জায়গায় লাগাতার তল্লাশি অভিযান চালিয়ে এদের কাজকর্ম একেবারে নিকেশ করে ফেলা হয়।
জম্মু-কাশ্মীর পুলিশের সন্ত্রাসবাদ দমন বিভাগ এই অভিযান চালায়। সরকারি সূত্র জানিয়েছে, টিএলএম লস্করেরই নতুন গড়ে তোলা একটি সংগঠন। পাকিস্তানি জঙ্গি বাবা হামাস ছদ্মনামে এই সংগঠনটি নেতৃত্ব দেয়।
এদিন শ্রীনগর, গান্ডেরবাল, বন্দিপোরা, কুলগাঁও, বদগাঁও, অনন্তনাগ এবং পুলওয়ামা জুড়ে একযোগে তল্লাশি শুরু হয়। নিরাপত্তা রক্ষীদের লক্ষ্যই ছিল কেউ বাধা দিলে তাকে খতম করে দেওয়া হবে। টিএলএমের জঙ্গি নিয়োগের শাখাকে এদিন একেবারে তছনছ করে দিয়েছে বাহিনী। টিএলএম কাশ্মীরি যুবকদের মগজ ধোলাই দিয়ে জঙ্গি প্রশিক্ষণে নিয়োগ করত বলে সরকারি সূত্র জানিয়েছে।
গান্ডেরবাল জেলায় রবিবার জঙ্গি হামলার পরই উপত্যকায় সক্রিয় হয়ে ওঠে পুলিশ। কেন্দ্রশাসিত অঞ্চলের লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা সোমবারই বলেছিলেন, এই ঘটনার পিছনে দুই বিদেশি জঙ্গির হাত রয়েছে। উত্তর কাশ্মীরের বন্দিপোরা থেকে তারা সীমান্ত পেরিয়ে এদেশে ঢুকেছিল বলে মনে করা হচ্ছে।
বাবা হামাস সম্পর্কে যেটুকু জানা গিয়েছে তা হল, সে একজন লস্করের পাকিস্তানি হ্যান্ডলার। তার কাজ হল নিয়ন্ত্রণরেখা পার করিয়ে দেওয়া। মূলত এদেশ থেকে যুবকদের পাকিস্তানে পাঠানো এবং সেখান থেকে তালিমপ্রাপ্ত জঙ্গিদের এদেশে ঢুকিয়ে দেওয়ার কাজ করত টিএলএম। এছাড়াও জঙ্গি কার্যকলাপের অর্থ-রসদ সংগ্রহ এবং নিয়োগ কৌশল ঠিক করত এই সংগঠন। সম্প্রতি খুবই সক্রিয় হয়ে উঠেছিল তারা।