শেষ আপডেট: 14th November 2024 13:27
দ্য ওয়াল ব্যুরো: ফের উড়ানে বোমা রাখার হুমকি। বৃহস্পতিবার মুম্বই বিমানবন্দরে হুমকির পর নাগপুর-কলকাতাগামী উড়ানে বোমা রাখার হুমকি এল। নিরাপত্তার কারণে বিমানটিকে রায়পুরে জরুরি অবতরণ করা হয়। এদিনই সকালে কলকাতামুখী ইন্ডিগোর বিমানটি ১৮৭ যাত্রী ও ৬ জন বিমান কর্মী নিয়ে নাগপুর থেকে আসছিল। হুমকির খবর পেয়েই বিমানটি জরুরি ভিত্তিতে রায়পুর বিমানবন্দরে নামানো হয়।
রায়পুরের পুলিশ সুপার সন্তোষ সিং জানিয়েছেন, নাগপুর থেকে রওনা হয়ে বিমানটি কলকাতা যাচ্ছিল। কিন্তু, হুমকি বার্তা পেয়ে সেটিকে জরুরি ভিত্তিতে রায়পুরে নামাতে হয়। বিমানবন্দরে অবতরণের পরেই দ্রুত বিমানকে একটি ফাঁকা জায়গায় নিয়ে যাওয়া হয়। সেখানে বম্ব স্কোয়াড এবং ইঞ্জিনিয়াররা খুঁটিয়ে পরীক্ষা করেন। সঙ্গে সিআইএসএফ এবং পুলিশ কর্মীরাও ছিলেন।
অন্যদিকে, মুম্বইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দরের সিআইএসএফ কন্ট্রোল রুমে একটি ফোন আসে বুধবার রাতে। বলা হয়, বিমানবন্দর উড়িয়ে দেওয়ার ষড়যন্ত্র চলছে। সেই কলার দাবি করে, আজারবাইজান যাওয়ার বিমানে মহম্মদ নামের এক ব্যক্তি ব্যাগে বোমা রয়েছে। বিস্ফোরণ ঘটানোর পরিকল্পনা করেছে সে।
বিগত কয়েক সপ্তাহ ধরে রোজই প্রায় বিমান বোমা মেরে উড়িয়ে দেওয়ার ফোন পাচ্ছে বিভিন্ন সংস্থা। দুর্ভোগের মুখে পড়তে হচ্ছে যাত্রীদের। বোমাতঙ্কে ফ্লাইট ডিলে করছে সংস্থাগুলিও। এই নিয়ে রীতিমতো চিন্তিত অসামরিক পরিবহণ মন্ত্রক। পরিস্থিতি মোকাবিলায় ইতিমধ্যে বিমান সংস্থাগুলির সিইওদের সঙ্গে উচ্চ পর্যায়ের বৈঠকে বসেছিলেন অসামরিক পরিবহণ মন্ত্রকের আধিকারিকরা। সেই বৈঠক থেকেই কড়া সিদ্ধান্ত নেওয়া হয়।