সংসদে এ বিষয়ে দেশে ৩৭৭ জনের মৃত্যুর পরিপ্রেক্ষিতে ওঠা একটি রিপোর্টের ভিত্তিতে এই প্রকল্প গঠন করা হয়।
শেষ আপডেট: 30th September 2024 19:06
দ্য ওয়াল ব্যুরো: নর্দমা পরিষ্কার সহ সেপটিক ট্যাঙ্ক সাফাই কর্মীদের ৯২ শতাংশ হলেন তফসিলি জাতি-উপজাতি, অন্যান্য অনগ্রসর শ্রেণির। সরকারি পরিসংখ্যানেই এই তথ্য সামনে এসেছে। ২৯টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের ৩০০০ পুরসভা ও মিউনিসিপ্যালিটি কর্তৃপক্ষের থেকে তথ্য নিয়ে দেখা গিয়েছে ৩৮ হাজার কর্মীর উপর সমীক্ষায় ৯১.৯ শতাংশই হলেন তফসিলি জাতি-উপজাতি এবং অন্যান্য অনগ্রসর শ্রেণির।
কেন্দ্রের সামাজিক ন্যায়বিচার মন্ত্রকের এনএএমএএসটিই বা নমস্তে প্রকল্পের অধীনে এই তথ্য সংগৃহীত হয়েছে। নর্দমা পরিষ্কার ও সেপটিক ট্যাঙ্ক সাফাইয়ের কাজে কর্মীদের জীবন সংশয় এবং স্বাস্থ্যের উপর ক্ষতিকর প্রভাব নিয়ে সমীক্ষাটি করা হয়। সংসদে এ বিষয়ে দেশে ৩৭৭ জনের মৃত্যুর পরিপ্রেক্ষিতে ওঠা একটি রিপোর্টের ভিত্তিতে এই প্রকল্প গঠন করা হয়।
देश के सीवर और सेप्टिक टैंक की सफाई करने वाले 92% लोग SC, ST, OBC वर्ग से आते हैं।
— Congress (@INCIndia) September 30, 2024
ये आकंड़ा बताता है कि SC, ST, OBC वर्ग के लोग किन हालातों में अपना जीवन यापन करने को मजबूर हैं।
आज जातिगत जनगणना की जरूरत इसलिए है ताकि सरकार की योजनाओं में इन वर्ग की भागीदारी सुनिश्चित की जा… pic.twitter.com/hB1qwDpaYU
সমীক্ষায় অংশ নেওয়া কর্মীদের মধ্যে ৬৮.৯ শতাংশ হলে তফসিলি জাতিভুক্ত। ১৪.৭ শতাংশ অন্যান্য অনগ্রসর শ্রেণির এবং ৮.৩ শতাংশ তফসিলি উপজাতি বাকিরা হলেন সাধারণ শ্রেণির। সরকারি এই পরিসংখ্যান তুলে ধরে কংগ্রেস সোমবার বলেছে, এই তথ্যই বলছে দেশে এস-এসটি এবং ওবিসি শ্রেণির মানুষ কী অবস্থায় জীবনযাপন করতে বাধ্য হচ্ছে। তাই জাতিভিত্তিক জনগণনা জরুরি এই কারণে যে, সরকারি প্রকল্পে এই শ্রেণির অন্তর্ভুক্তি সুনিশ্চিত করা। কংগ্রেস বলেছে, যে কোনও মূল্যে তারা জাতিভিত্তিক জনগণনা করিয়ে ছাড়বে এবং এই সম্প্রদায়ের মানুষের জন্য অধিকারের লড়াই চালিয়ে যাবে।