শেষ আপডেট: 17th January 2025 17:26
দ্য ওয়াল ব্যুরো: মহারাষ্ট্রের পুণের বারামতী শহরের ঘটনা। দেওয়ালে মাথা ঠুকে নিজের ৯ বছরের ছেলেকে মেরে ফেললেন বাবা। এরপর গলা টিপে তাকে খুন করে গোটা ব্যাপারটা ধামাচাপা দিতে লুকিয়ে চুরিয়ে দেহ সৎকারের ব্যবস্থা করছিল পরিবার। তার আগেই পুলিশ গিয়ে শিশুর দেহ উদ্ধার করে। ঘটনায় বাবা, ঠাকুমা এবং কাকাকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে খবর, শিশুটির নাম পীযূষ ভন্ডলকর। তার মা আগেই শ্বশুরবাড়ি ছেড়ে চলে গিয়েছিলেন। পীযূষ বাবার সঙ্গেই থাকত।
ঘটনা মঙ্গলবারের। ছেলে মন দিয়ে পড়াশোনা করছে না বলে বকাঝকা করেন বাবা। শুধু তাই নয় মারধরও করেন। এমনই পর্যায়ে পৌঁছয় যে ছেলের মাথা দেওয়ালে ঠুকে দেন তিনি। তারপর গলা টিপে মেরে ফেলেন।
জানা গিয়েছে, পরিবারের বাকিরাও শিশুটিকে মেরে ফেলার পর ধামাচাপা দেওয়ার চেষ্টা করছিল। প্রথমে তাঁরা ছেলেকে এলাকার একটি হাসপাতালে নিয়ে যায়। জানায়, আচমকা শিশুটি অজ্ঞান হয়ে পড়ে যায়। তারপরই মৃত্যু হয়েছে। এরপরই পুলিশকে না জানিয়ে শিশুর দেহ সৎকারের তোড়জোড় করেন পরিবারের সদস্যেরা।
প্রতিবেশীদের প্রাথমিকভাবে সন্দেহ হওয়ায় পুলিশে খবর দেয়। রাত ৯ টার সময় শ্মশানে গিয়ে শিশুর দেহ উদ্ধার করে পুলিশ। তারপরই পীযুষের দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়।
রিপোর্টে ধরা পড়ে শ্বাসরোধ করেই পীযূষকে খুন করা হয়েছে। সাংঘাতিক এই ঘটনার পর শিশুটির বাবা বিজয় ভন্ডলকর, ঠাকুমা শালান ভন্ডলকর এবং কাকা সন্তোষ ভন্ডলকরকে গ্রেফতার করে পুলিশ।