শেষ আপডেট: 1st January 2025 23:29
দ্য ওয়াল ব্যুরো: দিল্লির চিড়িয়াখানায় মৃত্যু হল ৯ মাসের বাঘের ছানার। চিড়িয়াখানা কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, 'ট্রমাটিক শক ও অ্যাকিউট নিউমোনিয়া'- এ আক্রান্ত হয়ে সাদা বাঘের ছানাটির মৃত্যু হয়েছে।
সেপ্টেম্বর থেকে ওই শাবকটি চিকিৎসকদের পর্যবেক্ষণে ছিল। চার দিন আগে তার মৃত্যু হয়। দিল্লি চিড়িয়াখানার ডিরেক্টর সঞ্জীব কুমার বিবৃতি প্রকাশ করে বলেন, 'যে বাঘের ছানাটিকে পর্যবেক্ষণে রাখা হয়েছিল হাসপাতালে, ওর মৃত্যু হয়েছে। নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানোর ব্যবস্থা করা হয়েছে।'
এই আবহাওয়ায় চিড়িয়াখানার বাকি পশু-পাখিদের বাড়তি যত্ন নেওয়া হচ্ছে। বাকি ছানাগুলিকেও পর্যবেক্ষণে রাখা হয়েছে। তিনটি ছানার মধ্যে এই একটি মৃত্যু হলেও বাকি দুই চিকিৎসার পর ভাল আছে।
কর্তৃপক্ষের তরফে আরও জানানো হয়, তিন ছানার মধ্যে একটি পা ভাঙা ছিল। সেটিরই চারদিন আগে মৃত্যু হয়েছে।