শেষ আপডেট: 5th August 2024 10:21
দ্য ওয়াল ব্যুরো: বিহারে কাঁওয়ার যাত্রায় মর্মান্তিক দুঘটনা। কাঁওয়ার যাত্রীদের গাড়ির সঙ্গে ওভারহেড তারের সংস্পর্শে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে ৯ জনের। আহত হয়েছেন আরও ৬জন। আহতদের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক।
ঘটনাটি বিহারের বৈশালী জেলার হাজিপুর এলাকার। জেঠুই নিজামত গ্রাম থেকে সোনপুর পহলেজা ঘাটে গিয়েছিলেন এক পুণ্যার্থীদের দল। রবিবার সেখান থেকে ফেরার পথেই ঘটে বিপদ। পুলিশ সূত্রের খবর, কাঁওয়ার যাত্রার গাড়িটি রাস্তার ধারের একটি বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা খায়। গাড়ির উপরের অংশ বিদ্যুৎবাহী তারের সংস্পর্শে আসায় বিদ্যুৎস্পৃষ্ট হন যাত্রীরা।
দুর্ঘটনাস্থল থেকে কাঁওয়ার যাত্রীদের উদ্ধার করে স্থানীয়রা হাজিপুর সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানেই চিকিৎসকেরা নয়জনকে মৃত বলে ঘোষণা করেন। আহত ৬ জনের হাসপাতালে চিকিৎসা চলছে।
স্থানীয়দের দাবি, যে গাড়িটিতে দুর্ঘটনা ঘটেছে সেটির উচ্চতা অনেক বেশি ছিল। আর সেই কারণেই রাস্তার উপরে পুণ্যার্থীদের গাড়িটি যাওয়ার সময়ে ওভারহেডের তার ছুঁয়ে যায়। একইভাবে হাজিপুরের এসডিপিও ওম প্রকাশ জানিয়েছেন, একটি ডিজে গাড়িতে ছিলেন কাঁওয়ার যাত্রীরা। গাড়িটি অনেক উঁচু ছিল। ফলে ওভারহেডের তার ছুঁয়ে যায়। গোটা ঘটনাটি খতিয়ে দেখছে পুলিশ।
বিহার, উত্তরপ্রদেশ এবং উত্তরাখণ্ডে গত ২২ জুলাই থেকে শুরু হয়েছে কাঁওয়ার যাত্রা। প্রতি বছর এই সময়ে গ্রাম থেকে গঙ্গার জল নিয়ে পুণ্যার্থীরা শিবের মাথায় ঢালতে যান। এবছর কাঁওয়ার যাত্রার পথের দু’পাশে খাবার এবং মাংসের দোকান নিয়ে জারি করা হয়েছিল নানা বিধি-নিষেধ। উত্তরপ্রদেশ এবং উত্তরাখণ্ড সরকারের ওই নির্দেশিকা নিয়ে দেশ জুড়ে বিতর্ক তৈরি হয়। যদিও পরে ওই নির্দেশিকার উপর স্থগিতাদেশ জারি করেছে সুপ্রিম কোর্ট।