শেষ আপডেট: 24th October 2024 16:23
দ্য ওয়াল ব্যুরো: এবার ইন্ডিগো, এয়ার ইন্ডিয়া, বিস্তারা এবং আকাশ বিমান সংস্থার ৮৫টি উড়ানে বোমাতঙ্ক। গত কয়েকদিন ধরে পরপর বিভিন্ন ভারতীয় বিমান সংস্থার আন্তর্জাতিক উড়ানে বোমা রাখায় উড়ো হুমকি আসছিল। বৃহস্পতিবার অন্তত ৮৫টি উড়ানে বোমা রাখার আতঙ্ক ছড়ানো নিয়ে গভীর রহস্য দানা বাঁধছে। একসঙ্গে চারটি বিমান সংস্থায় এই বোমাতঙ্ক ছড়িয়েছে।
এনিয়ে গত ১০ দিনে ২৫০টিরও বেশি উড়ানে বোমাতঙ্ক ছড়ায়। তারও আগে ১৭০টি বিমানে বোমা আছে বলে মেল বা মেসেজ আসে। এইসব বোমাতঙ্কের অধিকাংশই সোশ্যাল মিডিয়া মারফত আসছে। বোমা রাখার খবর আসার পরেই তল্লাশির কারণে হাজার হাজার যাত্রী নাস্তানাবুদ হচ্ছেন। কয়েকদিন ধরে সরকার এ ধরনের উড়ো খবর ছড়ানো ব্যক্তিদের নো ফ্লাই তালিকাভুক্ত করবে বলে ঠিক করেছে।
অসামরিক বিমান চলাচল মন্ত্রী রামমোহন নাইডু জানিয়েছেন, বোমাতঙ্ক ছড়ানোর চক্রান্তকারীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। এবারে আকাশ, এয়ার ইন্ডিয়া, ইন্ডিগো এবং বিস্তারার বিভিন্ন উড়ানের জন্য বার্তা এসেছে। সেগুলি দিল্লি ছাড়াও অন্যান্য শহর থেকে ছাড়ার কথা ছিল। এরমধ্যে কয়েকটি আন্তর্জাতিক ও কয়েকটি অভ্যন্তরীণ উড়ান রয়েছে। বোমাতঙ্ক ছড়ানোর জন্য দিল্লি পুলিশ এ পর্যন্ত ৮টি মামলা দায়ের করেছে।