শেষ আপডেট: 2nd November 2024 13:50
দ্য ওয়াল ব্যুরো: নাবালককে ইট দিয়ে মাথা থেঁতলে খুনের অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে। পুলিশ বলছে, আট বছরের ওই নাবালককে যৌন হেনস্থার চেষ্টা করেছিলেন তিনি। তাতে বাধা দেওয়াতেই খুন করা হয়েছে। ইতিমধ্যেই অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। জেরায় ওই ব্যক্তি অপরাধের কথা স্বীকার করেছে বলে দাবি পুলিশের।
দিল্লির শাহিনবাগের ঘটনা। গত ৩১ অক্টোবর আবুল ফজল এনক্লেভের ওই নাবালক বাড়ি থেকে নিখোঁজ হয়ে যায়। পরে একটি নির্মীয়মান বাড়ি থেকে রক্তাক্ত অবস্থায় নাবালকের দেহ উদ্ধার করে পুলিশ। দ্রুত দিল্লি এইমসে নিয়ে যাওয়া হলে সেখানেই তাকে মৃত বলে ঘোষণা করেন ডাক্তাররা।
এলাকার যাবতীয় সিসিটিভির ফুটেজ খতিয়ে দেখে অভিযুক্তকে চিহ্নিত করেন পুলিশকর্মীরা। দেখা যায়, নাবালককে নিয়ে ওই নির্মীয়মান বাড়িতে ঢুকছে অভিযুক্ত। পরে তাকে পাকড়াও করে জিজ্ঞাসাবাদ করা হলে ঘটনার কথা স্বীকার করে নেয় জামিয়া এলাকার বাসিন্দা ফিদা হোসেন।
অভিযুক্ত জানায়, নাবালকের যৌন হেনস্থার চেষ্টা করেছিল সে। কিন্তু তাতে বাধা পাওয়ায় রাগের মাথায় খুন করে ফেলে। সামনেই ইট পড়েছিল। সেটা দিয়েই নাবালকের মাথায় আঘাত করে অভিযুক্ত। তারপর সেখান থেকে পালিয়ে যায়।
নাবালকের পরিবার কড়া শাস্তির দাবি জানিয়েছে। জানা যাচ্ছে, ভারতীয় ন্যায় সংহিতার পাশাপাশি পকসো আইনেও মামলা রুজু করা হয়েছে অভিযুক্তের বিরুদ্ধে।