শেষ আপডেট: 24th February 2025 11:01
দ্য ওয়াল ব্যুরো: সুরঙ্গে আটকে পড়া শ্রমিকদের উদ্ধার করতে গিয়ে কার্যত নাজেহাল অবস্থা উদ্ধারকারী দলের। হাঁটুর ওপর পর্যন্ত কাদা থাকায় বেগ পেতে হচ্ছে অনেকটা। শেষ পাওয়া আপডেট অনুযায়ী, এপর্যন্ত ১৩ কিলোমিটার পথ অতিক্রম করেছেন উদ্ধারকারীরা। অর্থাৎ সুরঙ্গের ভিতর ১৩ কিলোমিটার পর্যন্ত পৌঁছতে পেরেছেন তাঁরা। প্রতি মিনিটে ৪৫০০ লিটার জল সুরঙ্গ থেকে বের করা হচ্ছে। যদিও, যে আটজন এখনও আটকে রয়েছেন, তাঁদের বাঁচার কতোটা আশা আছে, সেনিয়ে দ্বন্দ্বে রয়েছেন সকলেই। এই মর্মে মন্তব্যও করেছেন সেখানকার মন্ত্রী।
সুরঙ্গের ভিতর ঢোকার পরও শ্রমিকদের নাম ধরে ডাকা হয়েছে বলে জানা যাচ্ছে। যদিও উল্টোদিক থেকে কোনও সাড়াশব্দ পাওয়া যায়নি। সুরঙ্গের ভিতর আঁকাবাঁকা পথ রয়েছে, সেই ধরেই উদ্ধারকারীরা এগিয়ে চলেছেন। উদ্ধাকাজে তদারকি করছে সোমবার তেলঙ্গানার শ্রীসৈলমে পৌঁছন মন্ত্রী জুপল্লী কৃষ্ণা রাও।
পরিস্থিতি খতিয়ে দেখার পর তিনি জানান, আটকে পড়া শ্রমিকদের বাঁচার আশা ক্ষীণ কারণ জল ও কাদায় ভরে আছে গোটা সুরঙ্গ।
এই মুহূর্তে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর ১২৮ জন ও রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনীর ১২০ জন উদ্ধারকাজে রয়েছেন। হাত লাগিয়েছেন ভারতীয় সেনার ২৪ জনও। সহযোগিতা করছেন কয়লাখনির শ্রমিকরা।
প্রথমে কাদা ও জল বের করার চেষ্টা করা হচ্ছে সুরঙ্গ থেকে। অন্যদিকে সুরঙ্গের ওপর থেকে নতুন গর্ত তৈরি করে ভিতরে পৌঁছানোর চেষ্টা করা হচ্ছে। পাশাপাশি সুরঙ্গের পাশ থেকে আরেকটি গর্ত করে ভিতরে ঢোকার চেষ্টা করা হচ্ছে। প্রথমটি চলছে। পরের দুটি পদ্ধতির আগে তা করা কতোটা সম্ভব, তা দেখে নিচ্ছেন উদ্ধারকারীরা।
শনিবার সকালে তেলঙ্গানার নাগারকুর্নুল জেলায় শ্রীশৈলম ড্যামের কাছে ভেঙে পড়ে শ্রীশৈলম সুড়ঙ্গ। সেচের কাজে ব্যবহার করার জন্য ৪৪ কিলোমিটারের নির্মীয়মাণ সুড়ঙ্গটির ১৪ কিলোমিটার পয়েন্টের কাছে একটি দেওয়ালের ছাদ ভেঙে পড়ে। আটকে পড়েন আটজন। শনি ও রবি রাতভর চেষ্টার পরও কাউকে এখনও বের করে আনা সম্ভব হয়নি।