শেষ আপডেট: 8th May 2024 10:43
দ্য ওয়াল ব্যুরো: কিছুদিন আগেই ভয়ানক সঙ্কটে পড়েছিল ভিস্তারা। পাইলট, কেবিন ক্রু-দের বিক্ষোভের কারণে একের পর এক বিমান বাতিল করতে হয় টাটা গ্রুপের মালিকানাধীন ভিস্তারা বিমান পরিবহণ সংস্থাকে। এই সঙ্কট মিটতে না মিটতেই এবার সমস্যায় পড়ল এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস। সূত্রের খবর, রাতভর বিনা নোটিসে বিমান পরিবহণ সংস্থার সমস্ত পাইলট ও কেবিন ক্রুরা গণ ছুটিতে ছিলেন। ফলে একদিনেই ৭৮টিরও বেশি বিমান বাতিল করতে হয় সংস্থাকে।
এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের মুখপাত্র বলছেন, “কোনও নোটিস না দিয়েই পাইলট, বিমানকর্মীরা অসুস্থ বলে ছুটি নিয়ে নেন। এর ফলে সমস্ত বিমান বাতিল করতে হয়। যাত্রীরাও হয়রানির মুখে পড়েন। প্রভূত ক্ষতি হয়েছে সংস্থার।”
কী কারণে বিমানকর্মীরা এমন কাণ্ড ঘটালেন তা এখনও সংস্থার তরফে জানানো হয়নি। তবে সূত্র মারফৎ খবর পাওয়া গেছে, বেতনের পরিবর্তিত কাঠামো নিয়ে ক্ষোভ জমছিল দীর্ঘদিন ধরেই। কর্মীরা আগেই বিক্ষোভ দেখিয়েছিলেন। তাতে কাজ না হওয়ায় অসুস্থতার দোহাই নিয়ে কার্যত গণছুটি নিয়েছেন পাইলটরা। এদিকে কাজে আসছেন না বিমানকর্মীরাও। ফলে রীতিমতো ভরাডুবি হয়েছে।
এর মধ্যেই এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের বিমান বাতিল নিয়ে সংস্থাটির কাছে সবিস্তার রিপোর্ট চেয়ে পাঠিয়েছে কেন্দ্র। জানা গেছে, অসামরিক বিমান পরিবহণ মন্ত্রকের তরফে কর্মী সঙ্কটের কারণ জানতে চাওয়া হয়েছে। বিমান পরিবহণ মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া এ নিয়ে ভিস্তারার কাছে রিপোর্ট চেয়েছেন। কেন এত বিমান বাতিল করতে হচ্ছে, এত টাকা দিয়ে টিকিট কিনেও কেন হেনস্থা হতে হচ্ছে যাত্রীদের, তার কারণ জানতে চেয়েছেন তিনি। জানা গেছে, সংস্থার তরফে সব পাইলটদের একটি মেল পাঠিয়ে দ্রুত নতুন বেতন কাঠামোয় সই করতে বলা হয়েছে। অন্যথায় কড়া পদক্ষেপের কথা বলা হয়েছে। আর তাতেই বেঁকে বসেন পাইলটদের একাংশ।