শেষ আপডেট: 14th November 2024 12:04
দ্য ওয়াল ব্যুরো: চোখের সমস্যা। ৭ বছরের ছেলের অপারেশন করাতে বলেছিলেন চিকিৎসকরা। তার জন্য খরচ পড়ত ৪৫ হাজার টাকা। কোনও রকমে সেই টাকা জোগাড় করে গ্রেটার নয়ডার হাসপাতালে ছেলেকে ভর্তি করেছিলেন বাবা-মা। কিন্তু তারপর যা ঘটল তা দুঃখজনক। সম্পূর্ণ ভুল চোখে অপারেশন হল! এই কারণে কার্যত দৃষ্টিশক্তি খোয়াতে চলেছে ওই নাবালক।
গ্রেটার নয়ডার আনন্দ স্প্রেক্টম নামে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি ছিল ওই নাবালক। স্কুলে গিয়ে ব্ল্যাকবোর্ডে লেখা দেখতে সমস্যা হচ্ছিল তার। বেশ কিছুদিন হয়ে যাওয়ার পর তাকে ডাক্তারের কাছে নিয়ে গেলে অপারেশন করানোর পরামর্শ দেন চিকিৎসকরা। বলা হয়, তার বাম চোখে সমস্যা রয়েছে। সেই পরামর্শ মেনেই অতি কষ্টে ৪৫ হাজার জোগাড় করেছিলেন দম্পতি। কিন্তু অপারেশনের পর যখন ছেলে বেরিয়ে এল তখন তারা দেখলেন তার ডান চোখে ব্যান্ডেজ!
এই ঘটনার পরই হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ আনেন নাবালকের বাবা-মা। পুলিশেও তাঁরা অভিযোগ দায়ের করেছেন। তাঁদের দাবি, অপারেশন থিয়েটার থেকে ছেলে বেরিয়ে আসার পরই তাঁরা ভুলটা লক্ষ্য করেছিলেন। সঙ্গে সঙ্গে বিষয়টি ডাক্তারদেরও জানান। কিন্তু প্রত্যেকে তাঁদের সঙ্গে খারাপ আচরণ করেন।
মুহূর্তের মধ্যে হাসপাতালে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিবারের লোকজন হাসপাতালে বিক্ষোভ দেখানোর পর মুখ্যমন্ত্রীর অফিসে গিয়ে চিকিৎসক ও হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে অভিযোগ জানান। নাবালকের বাবা বলছেন, ছেলের বাম চোখে প্লাস্টিকের মতো কিছু ঢুকে গেছিল। অপারেশন ছাড়া বেরোত না। কী থেকে কী হয়ে গেল!