শেষ আপডেট: 2nd January 2025 20:10
দ্য ওয়াল ব্যুরো: দাদু ও কয়েকজন বাচ্চার সঙ্গে মাঠে খেলতে গিয়েছিল সাত বছরের শিশু। বাড়ির ফেরার পথে ছিঁড়ে খেল কুকুর। হাসপাতালে নিয়ে গিয়েও শেষরক্ষা হয়নি। মৃত্যু হয় তাঁর। ঘটনা রাজস্থানের আলওয়ালের।
বাচ্চাটির নাম ইকরানা। পুলিশ জানিয়েছে, পাঁচজন প্রতিবেশী বাচ্চার সঙ্গে সে খেলতে গিয়েছিল মাঠে। সঙ্গে তার দাদু ছিলেন। তাদের মাঠে রেখে কাছেরই একটি বাজারে যান তিনি। বলে যান, সন্ধে হলে যেন তারা ফিরে যায়।
খেলা শেষ হলে দাদুর কথা মতো সকলেই বাড়ি ফিরছিল। রাস্তায় ৬-৭টি কুকুরের একটি দল ইকরানার ওপর ঝাঁপিয়ে পড়ে ও কামড়াতে শুরু করে। ইকরানার চিৎকার শুনে আশাপাশের খেতে কাজ করা লোকজন এগিয়ে যায়। ইকরানাকে উদ্ধার করে কিন্তু ততক্ষণে কুকুরের দল তার শরীরের একাধিক জায়গায় কামড় বসিয়েছে।
রক্তাক্ত অবস্থায় স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। শুরু হয় চিকিৎসা। পরে চিকিৎসা চলাকালীন মৃত্যু হয় ইকরানার।
স্থানীয়দের ও ইকরানার পরিবারের অভিযোগ, ওই কুকুরের দলটি খুব হিংস্র। এর আগেও একাধিকবার আশাপাশের অন্যান্য জন্তু ও মানুষজনকে আক্রমণ করেছে। এবিষয়ে প্রশাসনকে জানানো হলেও কোনও সুরাহা হয়নি। এখনও পর্যন্ত কোনও একটি কুকুরকেও ধরেনি তারা।
স্বভাবতই শিশুটির মৃত্যুর পর কুকুরগুলির ওপর রেগে আছে স্থানীয়রা। দ্রুত পদক্ষেপের দাবি জানানো হয়েছে।