শেষ আপডেট: 31st January 2025 19:43
দ্য ওয়াল ব্যুরো: দিল্লি বিধানসভা ভোটের আর মাত্র ৫ দিন বাকি। তার আগে বিরাট ধাক্কা খেলেন অরবিন্দ কেজরিওয়াল। কারণ দল ছেড়েছেন সাতজন বিধায়ক! শুধু দল ছাড়া নয়, আম আদমি পার্টি সুপ্রিমোকে বড় বার্তাও দিয়েছে তাঁরা। স্বাভাবিকভাবেই ভোটের মুখে চাপ পড়েছেন কেজরিওয়াল।
যে সাতজন বিধায়ক দল ছেড়েছেন তাঁরা হলেন, নরেশ যাদব, রোহিত কুমার, রাজেশ ঋষি, মদন লাল, পবন শর্মা, ভাবনা গৌড় এবং বিএস জুন। এঁদের মধ্যে ভাবনা তাঁর ইস্তফা পত্রে অরবিন্দ কেজরিওয়ালকে উদ্দেশ করে স্পষ্ট লিখেছেন, ''আপনার প্রতি বিশ্বাস হারিয়েছি। দলের প্রতিও।'' তাৎপর্যপূর্ণ বিষয় হল, এই সাতজনের কেউই এবারের নির্বাচনে লড়ার জন্য টিকিট পাননি। সেই কারণেই দলত্যাগ কিনা, তা নিয়ে আলোচনা শুরু হয়েছে।
পদত্যাগী বিধায়করা বলছেন, আম আদমি পার্টি তাঁদের নীতিবোধ হারিয়ে ফেলেছে। যে নীতি নিয়ে দল শুরু হয়েছিল তা আজ আর নেই। এখন দুর্নীতির আখড়া হয়ে গেছে দলটি। সেই কারণেই তাঁরা পদত্যাগ করতে বাধ্য হয়েছেন। এছাড়া তাঁদের আরও অভিযোগ, এত বছর ধরে যে যে প্রতিশ্রুতি দিয়ে এসেছে আপ তা পূরণ করতে তাঁরা ব্যর্থ। এদিকে অরবিন্দ কেজরিওয়াল নিজে দুর্নীতি রুখতে পারেননি উল্টে তিনি সেই জালে জড়িয়ে গেছেন। তাই এই দল থেকে আর কিছু পাওয়ার নেই এবং দলেরও কিছু দেওয়ার নেই বলে দাবি করছেন তারা।
কেজরিওয়ালের সময় এমনিতেই খুব একটা ভাল যাচ্ছে না। বিগত কয়েক সপ্তাহের মধ্যে একাধিকবার তাঁর ওপর হামলা হয়েছে। বিষয়টি নিয়ে ইতিমধ্যে বাকযুদ্ধে জড়িয়েছে বিজেপি ও আপ। আর এই সব কিছুর মধ্যে কার্যত বোমা ফাটিয়েছেন অতিশী। তাঁর দাবি, এমন চলতে থাকলে খুন হয়ে যেতে পারেন অরবিন্দ কেজরিওয়াল। সবকিছুর মধ্যে দল থেকেও চাপ বাড়ল কেজরিওয়ালের ওপর। ভোটের আগে এমন ঘটনা কীভাবে সামাল দেবেন তিনি, সেটাই দেখার।