যৌথ বাহিনীর অভিযান। ফাইল ছবি।
শেষ আপডেট: 30 April 2024 07:52
দ্য ওয়াল ব্যুরো: ভোটের মধ্যেই ফের মাওবাদী বিরোধী অভিযানে ছত্তীসগড়ের বস্তার লাগোয়া জঙ্গলে ৭ মাওবাদীকে খতম করল নিরাপত্তা বাহিনী। জেলা সংরক্ষিত বাহিনী এবং স্পেশাল টাস্ক ফোর্সের যৌথ অভিযানে রাজ্যের নারায়ণপুর জেলায় ৭ মাওবাদীকে গুলি করে খতম করে বাহিনী। পুলিশ সূত্র জানিয়েছে, গুলির লড়াই এখনও চলছে। ইতিমধ্যেই নারায়ণপুরের জঙ্গল থেকে ২ মহিলাসহ ৭ জনের দেহ উদ্ধার হয়েছে। উল্লেখ্য, আগামী ৭ মে তৃতীয় দফায় ছত্তীসগড়ের সাতটি লোকসভা কেন্দ্রে ভোটগ্রহণ হবে।
মাওবাদী অধ্যুষিত বস্তার জঙ্গল ঘেঁষা অবুঝমাড় জঙ্গলে অভিযানে নামলে বাহিনীর সঙ্গে সংঘর্ষ শুরু হয়। জায়গাটি একেবার নারায়ণপুর-কাঙ্কেরের সীমানা এলাকা। মঙ্গলবার সকালে টহলদারির সময় দুপক্ষে গুলি বিনিময় শুরু হয়।
বস্তার রেঞ্জের পুলিশ কর্তা জানান, সকাল ৬টা নাগাদ সংঘর্ষ শুরু হয়। অবুঝমাড় জঙ্গলের টেকমেটা এবং কাকুর গ্রামের মাঝামাঝি এলাকায় বাহিনী দেখে গুলি চালাতে শুরু করে মাওবাদীরা। জঙ্গলে মাওবাদীদের কয়েকজন শীর্ষ নেতা ঘাপটি মেরে রয়েছে বলে গোয়েন্দা সূত্রে খবর ছিল। সেই মতো রাত থেকেই তল্লাশি শুরু করে যৌথ বাহিনী।
পুলিশ কর্তা আরও জানান, কাকুর গ্রামের কাছে আসতেই গুলির লড়াই শুরু হয়। সংঘর্ষ থামলে গ্রাম থেকেই ২ মহিলা সহ ৭ মাওবাদীর দেহ উদ্ধার করা হয়। ওখান থেকে একটি একে ৪৭ এবং অন্যান্য অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। এই ঘটনা নিয়ে বস্তার এলাকায় এ বছর ৮৮ জন নকশালপন্থীকে খতম করল বাহিনী।
পুলিশ জানিয়েছে, তল্লাশি অভিযান এখনও চলছে। এই ঘটনায় নিরাপত্তা বাহিনীর কেউ হতাহত হননি। গত ১৫ দিনের মধ্যে এটাই দ্বিতীয় বড়সড় অভিযান। গত ১৬ এপ্রিল কাঙ্কের জেলায় গুলির লড়াইয়ে ২৯ জন মাওবাদীকে খতম করেছিল যৌথ বাহিনী।