সংগৃহীত চিত্র
শেষ আপডেট: 1 December 2024 06:50
দ্য ওয়াল ব্যুরো: তেলেঙ্গানার মুলুগুতে খতম সাত মাওবাদী। নিরাপত্তারক্ষীদের সঙ্গে লড়াই চলছিল কয়েকদিন ধরে। সাতজনকে ঘিরে ফেলেছিলেন তাঁরা।
মুলুগুর চলপক জঙ্গলে গত সপ্তাহে দুই জনজাতি ব্যক্তির মৃত্যুর খবর সামনে এসেছিল। পুলিশের কাছে খবর ছিল, ওই দুই ব্যক্তিকে খুন করেছে মাওবাদীরা। তাঁরা পুলিশের ইনফরমার হয়ে কাজ করত বলেও জানা যায়।
এরপরই মাওবাদীদের জব্দ করতে মাঠে নামে নিরাপত্তারক্ষীরা। চলপকে শুরু হয় গুলির লড়াই। রবিবার সকালে সাত জনের মৃত্যুর খবর পাওয়া যায়।
মৃতদের নাম ভদ্রু (৩৫), ইগোলাপু মাল্লাইয়া (৪৩), মুসাকি ডেভাল (২২), মুসাকি যমুনা (২৩), জয়সিং (২৫), কিশোর (২২), কামেষ (২৩)। ভদ্রু ইয়েলান্দু-নরসমপেটের এরিয়া কমিটির কমান্ডার ছিলেন বলে জানা গিয়েছে।
মাওবাদীদের কাছ থেকে একে ৪৭, জিথ্রি ও আইএনএসএএস রাইফেল পাওয়া গিয়েছে।