Chhattisgarh
শেষ আপডেট: 4th October 2024 17:39
দ্য ওয়াল ব্যুরো: ছত্তিসগড়ে নিরাপত্তা রক্ষীদের গুলিতে প্রাণ গেল সাত মাওবাদীর। শুক্রবার দুপুরে ছত্তিসগড়ের নারায়ণপুর জেলার অভুজমাল মাহারুলি জঙ্গলে দু পক্ষের মধ্যে তীব্র গুলির লড়াই চলে।
সরকারি সূত্রে জানানো হয়, মঙ্গলবার রাতে সুকমা জেলার এক জঙ্গলে মাওবাদীদের সঙ্গে তীব্র গুলির লড়াই হয়। সেই সংঘর্ষে হতাহতের খবর নেই।
শুক্রবার ভর দুপুরে রাজ্যের আর এক প্রান্ত মাহরুলির জঙ্গলে টহলরত আধা সেনার জওয়ান উপর হামলা চালায় মাওবাদীরা। মনে করা হচ্ছে সুকমার জঙ্গলে মাওবাদীরাই মাহরুলিতে হামলা চালায়। পাল্টা জবাব দেয় আধা সেনা। এই খবর লেখা পর্যন্ত সংঘর্ষ চলছে।