ফাইল ছবি
শেষ আপডেট: 7 February 2025 10:08
দ্য ওয়াল ব্যুরো: পাকিস্তানি সেনাবাহিনীর ৩ জওয়ান সহ ৭ জঙ্গিকে অনুপ্রবেশের চেষ্টার সময় নিকেশ করেছে ভারতের সেনাবাহিনী। গত ৫ ফেব্রুয়ারি 'কাশ্মীর সংহতি দিবস' নামে পাকিস্তানের ভারত-বিরোধী কর্মসূচির আগের রাতে এই অনুপ্রবেশের চেষ্টা করে জঙ্গিরা। যাদের সঙ্গে ছিল পাকিস্তানের সীমান্ত বাহিনী বর্ডার অ্যাকশন টিম বা সংক্ষেপে ব্যাট (BAT)। জম্মু-কাশ্মীরের পুঞ্চ জেলার কৃষ্ণা ঘাঁটি এলাকায় নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের সময় ভারতীয় বাহিনীর সময় পাকিস্তানি জঙ্গিদের সংঘর্ষ বাধে বলে শুক্রবার সূত্র জানিয়েছে।
সূত্রটি জানিয়েছে, পাকিস্তানের ব্যাট হল সীমান্ত পেরিয়ে সন্ত্রাস সৃষ্টির কাজে বিশেষভাবে প্রশিক্ষিত বাহিনী। পাক জঙ্গিরা ভারতের একটি সীমান্ত ছাউনি লক্ষ্য করে আক্রমণের ফন্দি এঁটেছিল। আর তা করতে সক্ষম হলেই সীমান্ত পার করে চলে আসা তাদের পক্ষে সহজ হয়ে যেত। কিন্ত তার আগেই ভারতীয় বাহিনী তাদের মতলব বানচাল করে দেয়।
সূত্রে জানা গিয়েছে, মৃতদের মধ্যে অন্তত ২-৩ জন পাক বাহিনীর সক্রিয় জওয়ান। আর জঙ্গি গোষ্ঠীটি আল-বদর সংগঠনের বলে অনুমান করা হচ্ছে। এই ঘটনার আগে এ সপ্তাহের গোড়ার দিকেই পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ বলেছিলেন, তিনি ভারতের সঙ্গে আলোচনার মাধ্যমে কাশ্মীর সহ বিভিন্ন সমস্যার সমাধান চান।
আশ্চর্যজনকভাবে নতুন করে পাকিস্তানের এই বিবৃতির ঠিক আগেই জয়েশ-ই-মহম্মদ এবং লস্কর-ই-তোইবার কমান্ডাররা পাক অধিকৃত কাশ্মীরে একটি বৈঠক করে। যেখানে কাশ্মীর নিয়ে পাকিস্তানের ভন্ডামি নিয়ে জোর আলোচনা হয়েছিল।