শেষ আপডেট: 16th June 2024 20:21
দ্য ওয়াল ব্যুরো: হাতে দগদগ করছে ফোস্কা, শরীরের নানা জায়গায় চামড়া ঝলসে উঠে গেছে। যন্ত্রণায় ছটফট করছে তারা। মধ্যপ্রদেশের একটি মদের কারখানা থেকে এমনই অবস্থায় উদ্ধার করা হল প্রায় ৬০ শিশুশ্রমিককে! কিন্তু কয়েক ঘণ্টাও কাটল না, উদ্ধার হওয়া শিশুদের মধ্যে ৩৯ জন নিখোঁজ হয়ে গেল পুলিশের হাত থেকে।
জানা গেছে, শনিবার গোপন সূত্রে খবর পেয়ে রাইসেনের সেহতগঞ্জে একটি বিয়ার তৈরির কারখানায় পৌঁছেছিল জাতীয় শিশু অধিকার রক্ষা কমিশন। সেখান থেকেই রাসায়নিকের সংস্পর্শে পুড়ে যাওয়া শিশুদের উদ্ধার করে তারা। কমিশনের চেয়ারম্যান প্রিয়ঙ্ক কানুনগো জানান, সেহতগঞ্জের মদের কারখানায় শিশুদের কাজ করানো হচ্ছিল, তাঁরা গিয়ে তাদের উদ্ধার করেন। স্থানীয় প্রশাসনের হাতে তুলেও দেন সকলকে। কিন্তু রবিবার সকালে খোঁজ নিতে গেলে দেখা যায়, হেফাজত থেকে গায়েব হয়ে গিয়েছে ৩৯ শিশু!
প্রিয়ঙ্ক জানিয়েছেন, ওই কারখানায় শিশুদের দিনে ১৫-১৬ ঘণ্টা করে কাজ করানো হচ্ছিল বলে জানতে পেরেছিলেন তাঁরা। সেই মতো পৌঁছেছিলেন খবর নিতে। কিন্তু গিয়ে যে এই ভয়াবহ দৃশ্য দেখবেন, তা ভাবতেও পারেননি। গোটা ঘটনায় স্থানীয় প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। রাতের অন্ধকারে শিশুগুলিকে সরিয়ে ফেলা হয়েছে বলেও অভিযোগ করেছেন প্রিয়ঙ্ক।
এই নিয়ে সোশ্যাল মিডিয়াতেও ক্ষোভ উগরে দিয়েছেন প্রিয়ঙ্ক। তিনি লেখেন, 'অনেক রাত পর্যন্ত ঝামেলা চলছিল। মাত্র ২০ মিটার রাস্তা পেরিয়ে আসতে পাঁচ ঘণ্টা সময় নেন এসডিএম। সাত ঘণ্টা পরে এসে পৌঁছন এডিএম। তাঁরা না আসা অবধি এফআইআর-ও লেখেনি পুলিশ। আর ওই সময়ের মধ্যেই ৩৯ শিশু গায়েব হয়ে গিয়েছে! ...প্রশাসনের নাকের ডগা দিয়ে তাদের কে বা কারা সরিয়ে নিল?'
कल दोपहर मध्यप्रदेश के रायसेन ज़िले में निरीक्षण के दौरान हमको सोम डिस्टलरी में शराब बनाने के काम में नियोजित मिले 39 बालक व किशोरों को देर शाम फ़ैक्टरी से ग़ायब कर दिया गया है !!!
— प्रियंक कानूनगो Priyank Kanoongo (मोदी का परिवार) (@KanoongoPriyank) June 16, 2024
क़ानून के अनुसार बाल/बंधुआ श्रम से रेस्क्यू किए गए बच्चों को SDM के समक्ष प्रस्तुत कर बयान करवाये… pic.twitter.com/vj8anFzzoX
এই ঘটনার কথা জানতে পেরে প্রতিক্রিয়া জানিয়েছেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদবও। তিনি লেখেন, 'আমার নজরে এসেছে শিশুশ্রমিকদের বিষয়টি। অত্যন্ত গুরুতর ঘটনা। রাইসেনের শ্রম আধিকারিকের কাছে রিপোর্ট তলব করা হয়েছে। পুলিশকে প্রয়োজনীয় পদক্ষেপ করতে বলা হয়েছে। শুল্ক দফতরকেও বার্তা দেওয়া হয়েছে। দোষীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ করা হবে।'
रायसेन जिले में फैक्ट्री पर छापे के दौरान बालश्रम का मामला मेरे संज्ञान में आया है।
— Chief Minister, MP (@CMMadhyaPradesh) June 15, 2024
यह मामला बेहद गंभीर है। इस संबंध में श्रम, आबकारी और पुलिस विभाग के अधिकारियों से विस्तृत जानकारी प्राप्त की है और समुचित कार्रवाई के निर्देश दिए हैं। दोषियों के विरुद्ध कड़ी से कड़ी कार्रवाई की…
জানা গেছে, এই ঘটনায় কাঠগড়ায় আইএসও অনুমোদনপ্রাপ্ত 'সোম ডিস্টিলারিস অ্যান্ড ব্রিউয়ারিস কোম্পানি'। শিশুশ্রমিকদের ব্যবহার করার অভিযোগ উঠেছে তাদের বিরুদ্ধে। বিয়ারের পাশাপাশি দেশি মদ এবং নানা ধরনের পানীয় তৈরি হয় সেখানে। এই কাজে দীর্ঘদিন ধরে কাজে লাগানো হতো অন্তত ৫৮ জন শিশুশ্রমিককে। জানা গিয়েছে, তাদের মধ্যে ৩৯ জন ছেলে এবং ১৯ জন মেয়ে। প্রত্যেকদিন স্কুলবাসে চাপিয়ে তাদের কারখানায় নিয়ে আসা হত। প্রায় সারাদিন ধরে, চরম অস্বাস্থ্যকর পরিবেশে, ঝাঁঝালো তরল দিয়ে এই পানীয়গুলি তৈরি করতে গিয়ে হাত-পা পুড়ে ভয়ানক অবস্থা হয়েছে বাচ্চাগুলির।