শেষ আপডেট: 13th December 2024 07:57
পুলিশ জানিয়েছে, গুরুতর অবস্থা বেশ কয়েকজনের। তাদের অন্য হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। আগুন লাগে বৃহস্পতিবার রাতে।
চেন্নাই থেকে ৪৩০ কিলোমিটার দূরে দক্ষিণ তামিলনাড়ুর দিন্দিগুল একটি জেলা শহর। দু'বছর আগে চালু হওয়া হাসপাতালটিতে রোগীর ভিড় লেগেই থাকে।
আগুন লাগার কারণ নিয়ে নিশ্চিত নয় দমকল। তাদের দাবি, ২৯ জন রোগীকে তারা উদ্ধার করেছে। জেলা শাসক এমএন পুঙ্গডির দাবি খবর পাওয়া মাত্র দমকল কাজ শুরু করে। সেই সঙ্গে জেলা প্রশাসন ৫০টির কাছাকাছি অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করে। যাতে অন্য হাসপাতালে রোগীদের স্থানান্তর করা যায়।