শেষ আপডেট: 28th October 2024 10:30
দ্য ওয়াল ব্যুরো: রবিবারই কাশ্মীরে ফের বড়সড় জঙ্গি হামলা হয়েছে। গুলি করে একাধিক পরিযায়ী শ্রমিককে খুন করেছে সন্ত্রাসবাদীরা। সেই ঘটনায় মৃতের সংখ্যা বেড়েছে। শেষ পাওয়া তথ্য অনুযায়ী, এক চিকিৎসক ও ৬ পরিযায়ী শ্রমিক খুন হয়েছে ভূ-স্বর্গে। আহত হয়েছেন আরও কয়েক জন।
কাশ্মীরের অন্যতম পর্যটনকেন্দ্র সোনমার্গ। রবিবারের সন্ধেতেই সেখানে পরিযায়ী শ্রমিকদের গুলি করে হত্যা করে জঙ্গিরা। যে শ্রমিকদের মৃত্যু হয়েছে তাঁরা গান্দেরওয়াল জেলায় গগনগীর থেকে সোনমার্গ পর্যন্ত তৈরি হওয়া সুড়ঙ্গের কাজ করছিলেন। শ্রমিকদের থাকার জন্য যে তাঁবুর ব্যবস্থা করা হয়েছিল সেখানেই জঙ্গিরা হামলা করে। আর তাতেই এক চিকিৎসক সহ ৬ জনের মৃত্যু হয়েছে।
এর আগে গত ১৮ অক্টোবর সোপিয়ান জেলায় বিহারের বাসিন্দা এক পরিযায়ী শ্রমিককে হত্যা করেছিল জঙ্গিরা। এই ঘটনার ৪৮ ঘণ্টার মধ্যে ফের বড়সড় হামলা হল উপত্যকায়। এই মুহূর্তে ঘটনাস্থলে নিরাপত্তাবাহিনীর একাধিক দল রয়েছে। এলাকার আশপাশ ঘিরে ফেলেছেন জওয়ানরা। তল্লাশি অভিযান চলছে জঙ্গিদের ধরতে।
এদিকে এহেন হামলাকে 'জঘন্য এবং কাপুরুষোচিত' বলে মন্তব্য করেছেন জম্মু-কাশ্মীরের সদ্য মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ। তাঁর কথায়, ''একটি গুরুত্বপূর্ণ পরিকাঠামো প্রকল্প নির্মাণে কাজ করছিলেন শ্রমিকরা। নিরস্ত্র মানুষকে এভাবে হত্যা করার ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি।''
রবিবার রাত পর্যন্ত ২ জন পরিযায়ী শ্রমিকেরই মৃত্যুর খবর পাওয়া গেছিল। তবে রাত বাড়ার পর মৃতের সংখ্যা বাড়ে। অন্তত দু'জন জঙ্গি ওই শ্রমিক ক্যাম্পে গুলি চালিয়েছে বলে সেনা সূত্রে খবর।