শেষ আপডেট: 2nd October 2024 15:31
দ্য ওয়াল ব্যুরো: দুর্গাপুজো ও দেওয়ালি উৎসবের আগে ২০০০ কোটি টাকার কোকেন উদ্ধার দিল্লিতে। পুলিশ সূত্র জানিয়েছে, রাজধানী শহরে এটাই সর্বকালের সর্বোচ্চ মাদক উদ্ধার হল। ৫৬৫ কেজি কোকেনের চোরাবাজারে দাম ২০০০ কোটি টাকা। বুধবার মাদক পাচারের অভিযোগে দিল্লি পুলিশের স্পেশাল সেন চারজনকে গ্রেফতার করেছে।
ধৃতদের জিজ্ঞাসাবাদ করে কারা এই কোকেন পাঠিয়েছে, কাদের কাছে এই মাদক পৌঁছে দেওয়ার কথা ছিল এবং এই চক্রে আর কারা জড়িত খোঁজ চলছে। পুলিশের অনুমান, এর পিছনে আন্তর্জাতিক মাদক পাচার চক্রের হাত রয়েছে। উল্লেখ্য এত টাকার কোকেন এর আগে কখনও বাজেয়াপ্ত করেনি দিল্লি পুলিশ।
উল্লেখ্য, দিল্লির তিলক নগর এলাকা থেকে গত রবিবারই দুই আফগান নাগরিককে পাকড়াও করেছিল পুলিশ। তাদের কাছ থেকে ৪০০ গ্রাম হেরোইন ও ১৬০ গ্রাম কোকেন উদ্ধার হয়েছিল। ওইদিনই ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দিল্লি আবগারি বিভাগ এক ব্যক্তির কাছ থেকে ১৬৬০ গ্রাম কোকেন উদ্ধার করেছিল। চোরাবাজারে যার মূল্য প্রায় ২৪ কোটি টাকা।