শেষ আপডেট: 26th July 2024 13:36
দ্য ওয়াল ব্যুরো: লাগাতার বৃষ্টির ফলে বিগত কয়েকদিন ধরেই উত্তর-পূর্ব ভারতের মানুষ নাজেহাল হচ্ছেন। জায়গায় জায়গায় ধস নামার কারণে প্রাণহানির আশঙ্কাও বাড়ছে। এই অবস্থায় উত্তরখণ্ডে অন্তত ৫০ জন তীর্থযাত্রী সহ একাধিক পর্যটক আটকে রয়েছে বলে খবর মিলেছে।
ভারী থেকে অতিভারী বৃষ্টির কারণে বৃহস্পতিবারই মহাবালেশ্বর মন্দির যাত্রা বন্ধ করে দিয়েছিল রাজ্য সরকার। তারপর বৃষ্টির পরিমাণ আরও বেড়েছে। এই অবস্থায় ৫০ জন তীর্থযাত্রী মন্দিরের কাছাকাছি কোথাও আটকে পড়েছেন বলে প্রশাসন জানতে পেরেছে। তাঁদের সঙ্গে কয়েকজন স্থানীয় বাসিন্দা এবং পর্যটকও আছে। ইতিমধ্যেই তাঁদের উদ্ধার করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে সরকার।
স্থানীয় প্রশাসনের তরফে জানানো হয়েছে, মারকান্দা নদীর ওপর অনির্দিষ্টকালের জন্য তৈরি করা কাঠের সেতুতে পুরো ভেঙে গেছে। ওই এলাকায় বিপদসীমার ওপর দিয়ে জল বইছে। তাই ধসও নেমেছে। এই কারণে মন্দির যাত্রা করা অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। প্রসঙ্গত, এই তীর্থক্ষত্রটি 'পঞ্চ কেদার'-এর একটি অংশ যা ১১,৪৭৩ ফুট উঁচুতে অবস্থিত।
আইএমডি আগেই উত্তরাখণ্ডের জন্য কমলা সতর্কতা জারি করেছিল। তারা পূর্বাভাস দিয়েছিল, দেহরাদুন এবং ভাগেশ্বরে মাত্রাতিরিক্ত বৃষ্টি হতে পারে। ফলত সমস্ত সরকারি এবং অঙ্গনওয়ারি স্কুল বন্ধ করে দেওয়ার নির্দেশ দিয়েছে সরকার। শনিবার পর্যন্ত কোনও স্কুল খুলবে না। উল্লেখ্য, এর আগের বছরও এই মন্দিরের যাত্রাপথে একটি ব্রিজ ভেঙে গেছিল।
রুদ্রপ্রয়াগ জেলার কাছে ওই ব্রিজ ভেঙে প্রায় ৩০০ জন তীর্থযাত্রী আটকে পড়েছিলেন। তবে শেষমেশ তাঁদের সকলকে উদ্ধার করতে সক্ষম হয় উদ্ধারকারী দল।