শেষ আপডেট: 27th January 2025 14:10
দ্য ওয়াল ব্যুরো: দিল্লির বাসিন্দাদের মেট্রোর ভাড়ায় ৫০ শতাংশ ছাড় দেওয়ার প্রতিশ্রুতি দিল আম আদমি পার্টি। মহিলাদের প্রতি মাসে ২১০০ টাকা নগদ দেওয়ার কথাও জানিয়েছে অরবিন্দ কেজরিওয়ালের পার্টি। কেজরিওয়াল সহ আম আদমি পার্টির নেতারা একযোগে বলেন, আপের প্রতিশ্রুতি মানে 'পাক্কি বাত'।
সোমবার দিল্লিতে দলের নির্বাচনী ইস্তাহার প্রকাশ করেন দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী কেজরিওয়াল, বর্তমান মুখ্যমন্ত্রী আতিশি। ছিলেন প্রাক্তন উপ মুখ্যমন্ত্রী মনীশ সিসোদিয়া। আপ মোট ১৫ টি স্কিম ঘোষণা করে ঢালাও সুবিধা দেওয়ার কথা ঘোষণা করেছে। কেজরিওয়াল বলেন, এই ১৫টি হল আমাদের গ্যারান্টি স্কিম। এবার দিল্লিবাসীকে সিদ্ধান্ত নিতে হবে তারা সুযোগগুলি নিতে চান কিনা।
ভোট পেতে আর্থিক সুবিধা দেওয়া রাজনৈতিক দলগুলির প্রধান অস্ত্র হয়ে দাঁড়িয়েছে। তবে মেট্রোর ভাড়ায় ৫০ শতাংশ ছাড় দেওয়ার মতো বিপুল আর্থিক বোঝা কাঁধে নেওয়ার এমন নজির নেই। দিল্লি বিধানসভার আগের ভোটে আপ মহিলাদের বিনা খরচে যাতায়াতের সুবিধা দিয়েছিল। এবার ছাত্রছাত্রীদের জন্যও বাস যাত্রা ফ্রি করার প্রতিশ্রুতি দিয়েছে আপ। অনেকেই তাই প্রশ্ন তুলেছেন, এত সুবিধা বিলোলে রাস্তাঘাট, হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্র তৈরির টাকা আসবে কোথা থেকে।
আর্থিক সংকটের মুখে গত বছর জলের চার্জ বাড়িয়েছিল আপ সরকার। ইস্তাহারে বলা হয়েছে, জলের বর্ধিত চার্জ প্রত্যাহার করে নেওয়া হবে। এতদিন যে বাড়তি অর্থ নেওয়া হয়েছে তা আগামী জলের বিলের সঙ্গে এডজাস্ট করা হবে।
দিল্লির মন্দিরের পুরোহিত এবং গুরুদ্বারের গ্রন্থীদের মাসে ১৮ হাজার টাকা দেওয়ার কথা আগেই ঘোষণা করেছিলেন কেজরিওয়াল।৷ সেই ঘোষণা নিয়ে এখনও বিবাদ চলছে।