আগুন লাগার পর স্থানীয় মানুষ যাত্রীদের উদ্ধার করতে এগিয়ে যান। তবে এমনভাবে আগুন ছড়িয়ে পড়ে যে উদ্ধারের উপায় ছিল না।
ফাইল ছবি
শেষ আপডেট: 15 May 2025 10:11
দ্য ওয়াল ব্যুরো: চলন্ত বাসের মধ্যে আগুনে পুড়ে মৃত্য হল পাঁচজনের (Five people died by fire in a running bus) । আহত বহু। বৃহস্পতিবার সকালে এই ঘটনা ঘটে লখনউয়ের অদূরে মোহনলালগঞ্জ (Mohanlalgaunj near Lucknow) এলাকায় দিল্লিগামী রাস্তায় (in Delhi bound road) ।
পুলিশ জানিয়েছে, মৃতদের একজন প্রাপ্ত বয়স্ক পুরুষ, দু’জন নারী এবং দুটি শিশু। বাসটি বিহার থেকে দিল্লি যাচ্ছিল (Bihar to Delhi) । মনে করা হচ্ছে, নিহত ও আহতরা বিহারের বাসিন্দা।
আগুন লাগার পর স্থানীয় মানুষ যাত্রীদের উদ্ধার করতে এগিয়ে যান। তবে এমনভাবে আগুন ছড়িয়ে পড়ে যে উদ্ধারের উপায় ছিল না। প্রত্যক্ষদর্শীরা জানান, চলন্ত অবস্থায় বাসটি থেকে ধোঁয়া বের হচ্ছিল। কিছুদূর গিয়ে চালক বাস থামিয়ে গা ঢাকা দেয়। প্রত্যক্ষদর্শীরা জানান, চালকের বাঁ পাশের দরজাটি আটকে যাত্রীর বসার জায়গা করা ছিল। ফলে দরজা খুলে বেরনোর সুযোগ পাননি বহু যাত্রী। গ্রামবাসীরা জল ঢেলে আগুন নিয়ন্ত্রণে আনলেও দম বন্ধ এবং দগ্ধ হয়ে মারা যান পাঁচজন।
আগুন লাগার কারণ খতিয়ে দেখছে পুলিশ। তবে বাসের ব্রেকও অচল (break failed) ছিল বলে প্রত্যক্ষদর্শীদের বিররণ থেকে অনুমান পুলিশের। অনেকেই লক্ষ্য করেছেন আগুন লাগার পরও চালক গাড়ি থামাননি। অনেকটা দূরে গিয়ে বাসটি থামে। ততক্ষণে গোটা বাসে আগুন ছড়িয়ে পড়ে।