শেষ আপডেট: 7th February 2025 20:19
দ্য ওয়াল ব্যুরো: অবৈধভাবে বসবাসের অভিযোগে প্রথম দফায় ১০৪ জন ভারতীয়কে দেশে ফেরত পাঠিয়েছে আমেরিকা। আরও যে ভারতীয় নাগরিক দেশে ফিরতে চলেছেন সেটাও স্পষ্ট। কিন্তু ঠিক কতজন? সেই প্রশ্ন উত্তর হয়তো মিলল। এখনও পর্যন্ত যে তথ্য সামনে আসছে তাতে আমেরিকা থেকে বিতাড়িত হওয়ার পথে ৪৮৭ জন ভারতীয়।
কেন্দ্রীয় বিদেশমন্ত্রক জানিয়েছে, আপাতত আমেরিকার সঙ্গে তাঁদের যা কথা হয়েছে তাতে ৮৭ জনকে ভারতে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু করেছে তাঁরা। তবে এটা মোট সংখ্যা, ১০৪ জনের পর আরও এতজন নাকি এরপরেও আরও পাঠানো হতে পারে, সেটা স্পষ্ট করা হয়নি। এদিকে ফেরত পাঠানো ভারতীয়দের সঙ্গে আমেরিকা দুর্ব্যবহার করেছে বলে অভিযোগ উঠেছে। সে নিয়েও মুখ খুলেছে কেন্দ্র।
একাধিক ছবি এবং ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে যেখানে দেখা গেছে, ভারতীয়দের পা-হাত বাঁধা, কোমরে দড়ি দেওয়া অবস্থায় বিমানে তোলা হচ্ছে। খোদ মার্কিন যুক্তরাষ্ট্রের তরফেই এমন ভিডিও প্রকাশ করা হয়েছে। তা নিয়েই হইচই। অনেক আমেরিকা-ফেরত ভারতীয়রা বলেছেন তাঁদের বাক্সের মতো বিমানে ধাক্কা মেরে ঢোকানো হয়েছে। এইসব নিয়ে নয়াদিল্লির প্রতিক্রিয়া, মার্কিন প্রশাসনকে স্পষ্টভাবে জানানো হয়েছে, এমন অভিযোগ এলে তাঁরা উচ্চ পর্যায়ে অভিযোগ জানাবেন।
শুক্রবার সংসদে বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর অবশ্য জানান, আমেরিকার এই বহিষ্কারের প্রক্রিয়া নতুন কিছু নয়, এটি বহু বছর ধরেই চলে আসছে। তাঁর তথ্য অনুযায়ী, ২০১৯ সালে সর্বাধিক ভারতীয়কে আমেরিকা থেকে বহিষ্কার করা হয়, সংখ্যাটা ২ হাজার ৪২। ২০২০ সালে ফেরত পাঠানো হয় ১ হাজার ৮৮৯ জন ভারতীয়কে। ২০২৪ সালে সেই সংখ্যাটা ছিল ১ হাজার ৩৬৮।
এদিকে ফেরত আসা এক ভারতীয় নাগরিক দাবি করেছেন, তাঁর কাছে গত ২ বছর ধরে বৈধ ভিসা ছিল। তা সত্ত্বেও তাঁকে ফেরত পাঠানো হয়েছে। মহিলার কথায়, 'আমরা শুধু ওখানে দাঁড়িয়ে ছিলাম। হঠাৎ পুলিশ নিজে থেকে এসেই আমাদের নিয়ে গেল। কিছু বললেও শোনেনি কেউ।' মহিলার দাবি ঘিরে এখন চাঞ্চল্য ছড়িয়েছে। তাঁর কাছে যদি সত্যি বৈধ ভিসা থেকে থাকে, তাহলে তাঁকে কেন ফেরত পাঠানো হল, সেটা নিয়েই এখন প্রশ্ন।