অপরাধের ধরন আর নির্মমতা দেখে হতবাক হয়ে যান তদন্তকারীরা।
সংগৃহীত ছবি
শেষ আপডেট: 3 July 2025 06:40
দ্য ওয়াল ব্যুরো: মাত্র ৪৫ দিন আগে বিয়ে হয়েছে। স্বামী বোনের বাড়ি থেকে ফিরছিলেন, ফোন করে স্ত্রীকে বলেছিলেন বাইকে কাউকে পাঠাতে। সেই পথেই গুলি করে খুন করা হল তাঁকে। তদন্তে নেমে পুলিশ জানতে পারে, ওই নববধূ নিজেই প্রেমিক মামার সঙ্গে মিলে সুপারি কিলার ভাড়া করে স্বামীকে খুন করিয়েছেন। এই ঘটনা বিহারের ঔরঙ্গাবাদ জেলার নবীনগরের।
পুলিশ সূত্রে খবর, মৃত যুবকের নাম প্রিয়াংশু, বয়স ২৫। ৪৫ দিন আগে তাঁর বিয়ে হয়েছিল গুঞ্জা দেবীর সঙ্গে। অভিযুক্ত গুঞ্জা ও তাঁর মামা জীবন সিং পরস্পরের সঙ্গে দীর্ঘদিন ধরে সম্পর্কে জড়িয়ে ছিলেন। কিন্তু পরিবার তাঁদের বিয়েতে রাজি না হওয়ায় জোর করে গুঞ্জাকে বিয়ে করতে হয় প্রিয়াংশুর সঙ্গে।
বিয়ের পর থেকে গুঞ্জা সেই সম্পর্ক মেনে নিতে পারেননি। পুলিশ জানিয়েছে, জীবনের সঙ্গে মিলেই গুঞ্জা সুপারি কিলার ভাড়া করে স্বামীকে সরিয়ে দেওয়ার পরিকল্পনা করেন। ২৫ জুন খুন করেন।
প্রিয়াংশুর পরিবার প্রথমে কিছুই বুঝতে না পারলেও, গুঞ্জার আচরণে সন্দেহ জাগে। ঘটনার পরপরই তিনি গ্রাম ছেড়ে পালাতে চাইছিলেন। কিন্তু পালাতে পারেননি। পুলিশি তদন্তে উঠে আসে মোবাইল কল রেকর্ডের তথ্য। দেখা যায়, গুঞ্জা বারবার তাঁর মামার সঙ্গে যোগাযোগ করছিলেন। এমনকি সেই মামার কললিস্ট ঘেঁটে দেখা যায়, তিনি খুনিদের সঙ্গেও লাগাতার যোগাযোগ রেখেছিলেন।
ঔরঙ্গাবাদ পুলিশ সুপার অমরিশ রাহুল জানিয়েছেন, ঘটনার তদন্তে সিট গঠন করা হয়েছে। এখনও পর্যন্ত গুঞ্জা, দুই খুনি-সহ মোট তিনজনকে গ্রেফতার করা হয়েছে। জীবন সিংকে ধরার চেষ্টা চলছে।
এই ঘটনা উস্কে দিয়েছে মেঘালয়ের ‘হানিমুন খুন’ঘটনার কথা। সেখানেও স্বামীর সঙ্গে বেড়াতে গিয়ে প্রেমিকের সহায়তায় তাঁকে খুন করেছিলেন এক তরুণী। পরে নিজের বাড়ি ইন্দোরে ফিরে যান।
এদিকে অপরাধের ধরন আর নির্মমতা দেখে হতবাক হয়ে যান তদন্তকারীরা। গুঞ্জা ছাড়াও আরও কয়েকজনকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে।