শেষ আপডেট: 9th December 2024 09:41
দ্য ওয়াল ব্যুরো: সোমবার সকাল সকাল দিল্লির ৪৪টি স্কুলে বোমাতঙ্ক। হুমকি বার্তা পেয়েই পড়ুয়াদের পাঠিয়ে দেওয়া হয় বাড়ি। খালি করা হয় স্কুল। তালিকায় রয়েছে জিডি গোয়েঙ্কা, ডিপিএস আর কে পুরমের মতো স্কুলও।
রবিবার রাত ১১টা ৩৮ নাগাদ এই স্কুলগুলির মেইল আইডি-তে হুমকি বার্তা আসে। স্কুলের ভিতরে বোমা বাঁধা রয়েছে, এমন কথা উল্লেখ করা হয় ওই মেইলগুলিতে। সকালে স্কুলের মেল আইডি খুলতেই কর্তৃপক্ষের নজরে আসে বিষয়টি। স্কুলের তখন সবে ঢুকতে শুরু করেছে পড়ুয়ারা। তাদের তড়িঘড়ি বাড়ি পাঠিয়ে দেওয়া হয়।
স্কুল কর্তৃপক্ষের একাংশ জানিয়েছে, ওই মেইলে লেখা ছিল, 'খুব ছোট ছোট বোমা স্কুল চত্বরে লুকিয়ে রাখা হয়েছে।' মেইলে ২৫ লাখ টাকা দাবিও করা হয়।
আরেক স্কুল কর্তৃপক্ষ জানায়, তাদের মেইলে লেখা ছিল, 'বোমাগুলি স্কুল বিল্ডিংয়ের খুব বেশি ক্ষতি করবে না কিন্তু বিস্ফোরণ হলে বহু মানুষ জখম হবেন। ভুগতে হবে সকলকে।'
কোথা থেকে এই মেইল এল, কারা পাঠাল, কী উদ্দেশ্য ছিল, সবটাই খতিয়ে দেখছে দিল্লি পুলিশ। আইপি অ্যাড্রেসও খতিয়ে দেখা হচ্ছে।
উল্লেখ্য, কিছুদিন আগেই দিল্লির সেনা স্কুলের কাছে একটি বিস্ফোরণ হয়। ফাটল ধরে স্কুলের দেওয়ালে। ঘটনাস্থল থেকে সাদা রঙের গুঁড়ো পদার্থ পাওয়া গিয়েছিল। পুলিশ জানিয়েছিল, সেগুলি বিস্ফোরক। সেই ঘটনার তদন্তের মাঝেই একটি পার্কের কাছেও কিছুদিন আগে বিস্ফোরণ হয়। একই ধরনের পদার্থ পাওয়া যায়।
ওই দুই ঘটনার রেশ কাটার আগেই ৪৪টি স্কুলে হুমকি বার্তা দেখে উঠতে শুরু করেছে প্রশ্ন। দিল্লির আইন-শৃঙ্খলা ও নিরাপত্তাও প্রশ্নের মুখে।