শেষ আপডেট: 21st October 2024 21:12
দ্য ওয়াল ব্যুরো: ওষুধের কারখানা থেকে ৪২৭ কেজি মাদক উদ্ধার! ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে গুজরাতের ভারুচ জেলার অঙ্কলেশ্বরে। পুলিশ সূত্রে খবর, বাজেয়াপ্ত হওয়া মাদকের বাজারমূল্য ১৪ লাখ টাকারও বেশি। ঘটনায় ইতিমধ্যেই এক জনকে গ্রেফতার করা হয়েছে।
গুজরাত পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপের তরফে জানানো হয়েছে, অঙ্কলেশ্বরের জিআইডিসি এলাকায় অবস্থিত একটি ওষুধ কারখানায় বিপুল পরিমাণ মাদক মজুত করে রাখা ছিল।
রবিবার সেই খবর পেতেই জেলা এসওজি এবং সুরাট পুলিশ যৌথভাবে ওই অভিযান চালিয়েছিল। এরপরই ১৪ লক্ষ ১০ হাজার টাকার মাদক হাতে আসে।
চলতি মাসেই অঙ্কলেশ্বরের আরেকটি কারখানা প্রায় ৫০০ কেজি কোকেন উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছিল। পুলিশ সূত্রে খবর, যার বাজারমূল্য ছিল পাঁচ হাজার কোটি টাকা। ঘটনায় ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। ফের এমন কাণ্ডে পুলিশের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন।
অবৈধ মাদক পরীক্ষার জন্য ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরিতে পাঠানো হয়েছে। ঘটনায় মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে পুলিশ।